পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বইসহ শিক্ষা উপকরণ বিক্রেতারা। গত বছরের লকডাউনে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের।
সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে গেছে। এতে সরকার দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে পুস্তক বিক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। তাঁরা বলেন, লকডাউনে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা এখনো কাটিয়ে ওঠা যায়নি। নতুন করে আবার এমন হলে ঋণের দায় মেটাতে গিয়ে ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া কোনো গতি নেই তাঁদের। এতে পরিবার নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। পৌরসদর বাজারসহ উপজেলার বেশ কয়েকটি বইয়ের দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, এক বছরেরও অধিক সময় লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। কিন্তু দোকান ভাড়া, কর্মচারী খরচ, ঋণের কিস্তি দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। অনেকে নতুন করে দেনা করেছেন। পরিবার নিয়ে কষ্টে দিন কাটিয়েছেন। কিন্তু সরকারি কোনো প্রণোদনা কিংবা সহযোগিতা মেলেনি। সবকিছু স্বাভাবিক হলে ফের তাঁরা স্বপ্ন দেখতে শুরু করেন। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করেন। অনেকে নতুন করে পুঁজি খাটাতে গিয়ে ব্যাংক থেকে উচ্চসুদে ঋণ নিয়েছেন। কেউবা জমি বিক্রির টাকা ব্যবসায় খাটিয়েছেন। কিন্তু হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় তাঁদের স্বপ্ন ফিকে হয়ে গেছে। শঙ্কায় আছেন ফের লোকসানের।
পৌরসদরের উপজেলা পরিষদ মার্কেটের মেসার্স শাহবাজ পেপার হাউসের মালিক মুহিবুল্লাহ বচ্চন বলেন, ‘লকডাউনে অপূরণীয় ক্ষতি হয়েছে। নতুন করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় ইনভেস্ট করেছি। খুচরা খাতা-কলমসহ স্টেশনারি মালামাল বিক্রির পাশাপাশি একটি কোম্পানির ডিলার রয়েছে আমার। কিন্তু হঠাৎ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। খুচরা বিক্রির পাশাপাশি পাইকারি পণ্যের অর্ডার কমে গেছে। এতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।’
ইকরা বুক হাউসের মালিক আহসান উল্লাহ নয়ন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেচাকেনা নেই বললেই চলে। এভাবে চলতে থাকলে ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পাকুন্দিয়া উপজেলার সাধারণ সম্পাদক রাকিবুল আলম রাসেল বলেন, করোনার কারণে দুই বছর লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। কিন্তু সরকারি কোনো প্রণোদনা কিংবা সহযোগিতা পাওয়া যায়নি। ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বইসহ শিক্ষা উপকরণ বিক্রেতারা। গত বছরের লকডাউনে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের।
সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে গেছে। এতে সরকার দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে পুস্তক বিক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। তাঁরা বলেন, লকডাউনে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা এখনো কাটিয়ে ওঠা যায়নি। নতুন করে আবার এমন হলে ঋণের দায় মেটাতে গিয়ে ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া কোনো গতি নেই তাঁদের। এতে পরিবার নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। পৌরসদর বাজারসহ উপজেলার বেশ কয়েকটি বইয়ের দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, এক বছরেরও অধিক সময় লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। কিন্তু দোকান ভাড়া, কর্মচারী খরচ, ঋণের কিস্তি দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। অনেকে নতুন করে দেনা করেছেন। পরিবার নিয়ে কষ্টে দিন কাটিয়েছেন। কিন্তু সরকারি কোনো প্রণোদনা কিংবা সহযোগিতা মেলেনি। সবকিছু স্বাভাবিক হলে ফের তাঁরা স্বপ্ন দেখতে শুরু করেন। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করেন। অনেকে নতুন করে পুঁজি খাটাতে গিয়ে ব্যাংক থেকে উচ্চসুদে ঋণ নিয়েছেন। কেউবা জমি বিক্রির টাকা ব্যবসায় খাটিয়েছেন। কিন্তু হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় তাঁদের স্বপ্ন ফিকে হয়ে গেছে। শঙ্কায় আছেন ফের লোকসানের।
পৌরসদরের উপজেলা পরিষদ মার্কেটের মেসার্স শাহবাজ পেপার হাউসের মালিক মুহিবুল্লাহ বচ্চন বলেন, ‘লকডাউনে অপূরণীয় ক্ষতি হয়েছে। নতুন করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় ইনভেস্ট করেছি। খুচরা খাতা-কলমসহ স্টেশনারি মালামাল বিক্রির পাশাপাশি একটি কোম্পানির ডিলার রয়েছে আমার। কিন্তু হঠাৎ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। খুচরা বিক্রির পাশাপাশি পাইকারি পণ্যের অর্ডার কমে গেছে। এতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।’
ইকরা বুক হাউসের মালিক আহসান উল্লাহ নয়ন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেচাকেনা নেই বললেই চলে। এভাবে চলতে থাকলে ব্যবসা ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পাকুন্দিয়া উপজেলার সাধারণ সম্পাদক রাকিবুল আলম রাসেল বলেন, করোনার কারণে দুই বছর লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। কিন্তু সরকারি কোনো প্রণোদনা কিংবা সহযোগিতা পাওয়া যায়নি। ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫