শোভাযাত্রা, সভা ও মহড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে গতিশীলতা আনার অঙ্গীকার নিইয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ,নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়েছে।