নাসিমকে পিটিয়ে লিটনের ফিফটি, দারুণ জবাব বাংলাদেশের
টানা দুই চারের পর একটি ডট, পরের বলে দারুণ ছক্কায় গ্যালারি ছড়া করলেন নাসিম শাহকে, পঞ্চম বলে পুল করে নজরকাড়া চার—১৭তম টেস্ট সেঞ্চুরি হয়ে গেল লিটন দাসের। অপর প্রান্তে আগেই ফিফটি করা মুশফিকুর রহিম এগিয়ে এসে শুভেচ্ছা জানালেন এক বছরের বেশি সময় পর টেস্টে ফিফটি পাওয়া লিটনকে।