Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে ফিরেই ফিফটি সাদমানের, মধ্যাহ্নভোজে বাংলাদেশ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৫: ৩৩
পাকিস্তানের বিপক্ষে ফিরেই ফিফটি সাদমানের, মধ্যাহ্নভোজে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটে সাদমান ইসলাম একরকম ব্রাত্যই হয়ে পড়েছিলেন। অবশেষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশের জার্সি পরেছেন তিনি। দুই বছর পর ফিরেই ফিফটি করলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। 

সাদমানের আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে শুধু টেস্ট সংস্করণই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। রাওয়ালপিন্ডিতে ফিরেই তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। নাসিম শাহকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে তুলে নিলেন ফিফটি। একই সঙ্গে মধ্যাহ্নভোজে চলে যায় বাংলাদেশ-পাকিস্তান। ওপেনিংয়ে নেমে ১২৩ বলে ৬ চারে ৫৩ রানে অপরাজিত সাদমান। 
 
সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে টেস্টের খেলার ধরন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মারমুখী ব্যাটিংয়ের আধুনিক ধরন ‘বাজবল’ চলে এসেছে। সেখানে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ খেলছে পুরোনো ঘরানার টেস্ট ক্রিকেট। প্রথম ইনিংসে ৪৮ ওভারে ২ উইকেটে ১৩৪ রান করে আজ তৃতীয় দিনের প্রথম সেশন কাটিয়ে দিল বাংলাদেশ। ২.৭৯ রানরেটই বলে দিচ্ছে নাজমুল হোসেন শান্তর দলের ব্যাটিং কতটা রক্ষণাত্মক। সাদমানের সঙ্গে ব্যাটিং করছেন মুমিনুল হক। 

১২ ওভারে বিনা উইকেটে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বেশি রক্ষণাত্মক খেলতে গিয়েই দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির। এজ হওয়া বল বাঁদিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নিয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির। 

৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক শান্ত। ওপেনার সাদমান ও শান্তও দ্বিতীয় উইকেট জুটিতে খেলতে থাকেন রক্ষণাত্মক ভঙ্গিতে। তবু বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়তে খুব একটা সময় লাগেনি। ২৭তম ওভারের শেষ বলে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। যেখানে শেহজাদের ভেতরে ঢোকা বল সামনের পায়ে ডিফেন্স করতে গিয়ে উইকেট খুইয়েছেন শান্ত। ৪২ বলে ২ চারে ১৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক। 

জাকির-শান্তর উইকেট হারানোর পর উইকেটে আসেন মুমিনুল হক। চার নম্বরে নেমে মুমিনুল তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ৬৬ বলে ৪ চারে করেন ৪৫ রান, যেখানে ৪৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে নাসিমকে পরপর দুটি চার মারেন মুমিনুল। 

রাওয়ালপিন্ডি টেস্টসহ এখন পর্যন্ত টেস্টে ১৪ ম্যাচ খেলছেন সাদমান। ২৫.৫০ গড়ে করেছেন ৬১২ রান। ৩ ফিফটির পাশাপাশি ক্রিকেটের রাজকীয় সংস্করণে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। নাসিমকে পুল করে যে ফিফটি তুলে নিয়েছেন সাদমান, সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। একমাত্র টেস্ট সেঞ্চুরি সাদমান ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে করেছেন। তিন বছর পর পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসটি খেলছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত