যে মাঠে বাংলাদেশ ৮৪ রানে অলআউট, সে মাঠেই পাকিস্তান করল ১৮৯!
বাংলাদেশের হারলেই ‘অজুহাতের’ শেষ থাকে না খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের। হারার আগেই যেন খোঁড়া যুক্তি ঠিক করে রাখেন তারা। কখনো পিচের দোষ, কখনো প্রতিকূল কন্ডিশনের দোষ, কখনো বড় তারকাকে না পাওয়ার হতাশা আবার কখনো ১০-২০ রান কম হওয়ার আক্ষেপ।