Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবরদের শুরু থেকেই পেটাতে বলছেন আমির

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ১৯
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবরদের শুরু থেকেই পেটাতে বলছেন আমির

ইতিবাচক মানসিকতা নিয়ে খেললে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয় পাবে পাকিস্তান, এমনটাই বলছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ আমির। প্রয়োজনে অজিদের বিপক্ষে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে শুরু থেকেই হাত খুলে খেলার পরামর্শ আমিরের। 

পাওয়ার প্লে-তে উইকেট ধরে রাখার মানসিকতা থেকে সরে আসতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন আমির। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘দুবাই এবং আবুধাবিতে সব দলের চিন্তা থাকে গড়ে ১৬০ করে রান করা। আর এই রান তুলতে হলে পাওয়ার প্লের সুবিধা নিতে হবে। নামিবিয়া ম্যাচটার দিকে লক্ষ করলে বুঝতে পারবেন, তাদের বিশ্বমানের কোনো বোলার ছিল না কিন্তু পাকিস্তান পাওয়ার প্লের সুবিধা নিতে পারেনি। তখন শেষের দিকে এসে রান তুলতে হয়েছে।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকে রান করতে না পারলে বড় সংগ্রহ গড়া কঠিন হবে বলে সতীর্থদের সতর্ক করেছেন আমির, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি শেষ চার ওভারে ৬০ রান তুলতে পারবেন না। অজি বোলাররা সেই সুযোগ দেবে না। পাকিস্তানি ব্যাটসম্যানদের শুরু থেকেই রান তোলা নিশ্চিত করতে হবে। যদি উইকেট বাঁচিয়ে খেলার পরিকল্পনা হয় তাহলে বড় রান হবে না। ১৬০ রান তুলতে হলে পাওয়ার প্লেতে ৩৫-৪০ রান করতে হবে।’ 

সুপার টুয়েলভে সব ম্যাচ জিতেই সেমিতে এসেছে পাকিস্তান। তবে বাবরদের আসল পরীক্ষা শেষ চারেই হবে বলে মতো সাবেক পেসারের, ‘পাকিস্তানের আসল পরীক্ষা হবে এখন। অস্ট্রেলিয়া দারুণ খেলছে আর পাকিস্তানকে তাদের হারাতে হলে সেরাটাই দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে ১৬ ওভারে ১৬০ রান করে অস্ট্রেলিয়া জিতে গেল তাতেই বোঝা যাচ্ছে তাদের ব্যাটসম্যানরা দারুণ ছন্দে আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত