নতুন প্রজন্মের হাতে নিরাপদ লাল-সবুজের পতাকা: মিজানুর রহমান আজহারী
ড. আজহারী বলেন, ‘একাত্তর যদি দেখতাম এত দিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি। মনমতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। তবে রাজাকার বানানোর যে নাটক লেখা হতো, এই নাটকের যে রাইটার তিনি পালিয়েছেন।’