কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর পায়রা বন্দরসংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি মা’ নামের একটি মাছ ধরা ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
জলদস্যুদের গুলিতে আহত জেলেরা হলেন জালাল শরীফ (৫৫), মো. শাহআলম (৪৫) ও মিজানুর রহমান (২৫)। তাঁদের সবার বাড়ি কলাপাড়ার মহিপুর থানার বিভিন্ন গ্রামে।
আহতদের আজ দুপুরে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত জালাল শরীফের অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দুজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জালাল শরীফের ডান চোখে গুলি লেগেছে, বাকি দুজনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত আছে।
এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন জানান, ১৩ জন জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিলেন তাঁরা। তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় পৌঁছালে একদল জলদস্যু তাঁদের ট্রলারে বন্দুক দিয়ে ছররা গুলি চালায়। গুলিতে ট্রলারে থাকা তিন জেলে গুলিবিদ্ধ হন। এ সময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় ৩ লাখ টাকার ইলিশ, ১২টি স্মার্টফোন, জ্বালানি তেলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা প্রাণ ভিক্ষা এবং ট্রলারটি না নেওয়ার অনুরোধ জানালে দস্যুরা মালামাল নিয়ে চলে যায়।
এ বিষয়ে মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ‘এফবি মা নামের একটি ট্রলারে জলদস্যুদের ডাকাতির ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’
জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পটুয়াখালীর পায়রা বন্দরসংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি মা’ নামের একটি মাছ ধরা ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
জলদস্যুদের গুলিতে আহত জেলেরা হলেন জালাল শরীফ (৫৫), মো. শাহআলম (৪৫) ও মিজানুর রহমান (২৫)। তাঁদের সবার বাড়ি কলাপাড়ার মহিপুর থানার বিভিন্ন গ্রামে।
আহতদের আজ দুপুরে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত জালাল শরীফের অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দুজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জালাল শরীফের ডান চোখে গুলি লেগেছে, বাকি দুজনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত আছে।
এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন জানান, ১৩ জন জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিলেন তাঁরা। তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় পৌঁছালে একদল জলদস্যু তাঁদের ট্রলারে বন্দুক দিয়ে ছররা গুলি চালায়। গুলিতে ট্রলারে থাকা তিন জেলে গুলিবিদ্ধ হন। এ সময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় ৩ লাখ টাকার ইলিশ, ১২টি স্মার্টফোন, জ্বালানি তেলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা প্রাণ ভিক্ষা এবং ট্রলারটি না নেওয়ার অনুরোধ জানালে দস্যুরা মালামাল নিয়ে চলে যায়।
এ বিষয়ে মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ‘এফবি মা নামের একটি ট্রলারে জলদস্যুদের ডাকাতির ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’
জানতে চাইলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
২ মিনিট আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
১০ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
১১ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
১৩ মিনিট আগে