ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদে ঘাট-বাণিজ্যে জিম্মি যাত্রীরা
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদে নৌকা ডুবিতে ২৩ জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় বাসিন্দারা। ঘাটকেন্দ্রিক কোটি টাকার বাণিজ্য আর ফিটনেসবিহীন নৌ চলাচলকে দায়ী করছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশেষ এক চক্রের লোভের বলি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন নৌ রুটে চলাচলকারী হাজারো যাত্রী।