Ajker Patrika

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসন প্রত্যাশী নিয়ে নৌকাডুবি

লিবিয়া উপকূলে ১৩০ অভিবাসন প্রত্যাশী নিয়ে নৌকাডুবি

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে ১৩০ জন আরোহী ছিল। গতকাল বৃহস্পতিবার ১২ জনের মৃতদেহ ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউই আর বেঁচে নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, নৌকায় থাকা আরোহীরা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

উদ্ধার সংস্থার সমন্বয়কারী লুইসা আলবেরা বলেন, আজ কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর আমরা যে আশঙ্কা করছিলাম সেটিই সত্যি হয়েছে। গত বুধবার ১৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। আমরা খুবই মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এবং স্বজনদের কথা ভেবে কষ্ট হচ্ছে।

সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সঠিক সময়ে উদ্ধারকাজে এগিয়ে এলে এই মানুষগুলোকে হয়তো বাঁচানো যেত। উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় মানুষগুলোকে সাগরে মরতে হলো। খেদ প্রকাশ করে বলেন লুইসা আলবেরা।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইউরোপের দিকে যাত্রা করলে এটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। সেখানে একটি শিশুসহ কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত