লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে ১৩০ জন আরোহী ছিল। গতকাল বৃহস্পতিবার ১২ জনের মৃতদেহ ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউই আর বেঁচে নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, নৌকায় থাকা আরোহীরা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
উদ্ধার সংস্থার সমন্বয়কারী লুইসা আলবেরা বলেন, আজ কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর আমরা যে আশঙ্কা করছিলাম সেটিই সত্যি হয়েছে। গত বুধবার ১৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। আমরা খুবই মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এবং স্বজনদের কথা ভেবে কষ্ট হচ্ছে।
সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সঠিক সময়ে উদ্ধারকাজে এগিয়ে এলে এই মানুষগুলোকে হয়তো বাঁচানো যেত। উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় মানুষগুলোকে সাগরে মরতে হলো। খেদ প্রকাশ করে বলেন লুইসা আলবেরা।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইউরোপের দিকে যাত্রা করলে এটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। সেখানে একটি শিশুসহ কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়।
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে ১৩০ জন আরোহী ছিল। গতকাল বৃহস্পতিবার ১২ জনের মৃতদেহ ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউই আর বেঁচে নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, নৌকায় থাকা আরোহীরা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
উদ্ধার সংস্থার সমন্বয়কারী লুইসা আলবেরা বলেন, আজ কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর আমরা যে আশঙ্কা করছিলাম সেটিই সত্যি হয়েছে। গত বুধবার ১৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। আমরা খুবই মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার এবং স্বজনদের কথা ভেবে কষ্ট হচ্ছে।
সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সঠিক সময়ে উদ্ধারকাজে এগিয়ে এলে এই মানুষগুলোকে হয়তো বাঁচানো যেত। উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় মানুষগুলোকে সাগরে মরতে হলো। খেদ প্রকাশ করে বলেন লুইসা আলবেরা।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে ৩৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইউরোপের দিকে যাত্রা করলে এটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। সেখানে একটি শিশুসহ কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৪ মিনিট আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
১ ঘণ্টা আগেএয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইউক্রেনের হয়ে মধ্যস্থতা করতে যাচ্ছেন না, বরং তাঁর লক্ষ্য হলো পুতিনকে আলোচনার টেবিলে আনা। তিনি বলেন, ‘আমি এখানে ইউক্রেনের জন্য সমঝোতা করতে আসিনি।’
১ ঘণ্টা আগে