Ajker Patrika

তুরস্কে ৪৫ অভিবাসীবোঝাই নৌকাডুবি, উদ্ধার ৩৭ 

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১: ০২
তুরস্কে ৪৫ অভিবাসীবোঝাই নৌকাডুবি, উদ্ধার ৩৭ 

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনার পর এরই মধ্যে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আটজন। দেশটির নৌবাহিনী জাহাজ ও বিমান দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল শুক্রবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের দক্ষিণ উপকূলে অভিবাসীবাহী ওই নৌকাডুবির খবর জানিয়েছে। 

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তারা উপকূলে নৌকাডুবির খবর পায়। দেশের উপকূলীয় শহর কাস থেকে দক্ষিণ-পশ্চিমে ২৫৯ কিলোমিটার দূরে ওই নৌকাডুবির খবর পাওয়ার পরই শুরু হয় উদ্ধার অভিযান। তবে ডুবে যাওয়া ওই নৌকায় থাকা মানুষজন কোন দেশের নাগরিক সে সম্পর্কে কিছু জানানো হয়নি। 

 তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, জীবিতদের উদ্ধারের জন্য ওই এলাকায় অনুসন্ধান চালাতে তুর্কি নৌবাহিনীর দুটি ফ্রিগেট পাঠানো হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ও জটিলতা দেখা দিলেও এর সঙ্গে কাজ করছে দেশটির নৌবাহিনীর একটি বিমান। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত