পিএসজির গণতন্ত্রের নির্বাচনে এক ভোট এমবাপ্পের
ফুটবলে কোচই সর্বেসর্বা। অধিনায়ক, একাদশ সাজানো থেকে শুরু করে মাঠের খেলা তাঁরই কৌশলে হয়। তাই দলের অধিনায়কও সাধারণত কোচের পছন্দেই হয়। এর বাইরে অধিনায়ক নির্বাচনে খেলোয়াড়ের বয়স, অভিজ্ঞতার সঙ্গে দলের মধ্যে কেমন জনপ্রিয়তা সেটাও বিবেচনা করা হয়।