ফুটবলে কোচই সর্বেসর্বা। অধিনায়ক, একাদশ সাজানো থেকে শুরু করে মাঠের খেলা তাঁরই কৌশলে হয়। তাই দলের অধিনায়কও সাধারণত কোচের পছন্দেই হয়। এর বাইরে অধিনায়ক নির্বাচনে খেলোয়াড়ের বয়স, অভিজ্ঞতার সঙ্গে দলের মধ্যে কেমন জনপ্রিয়তা সেটাও বিবেচনা করা হয়।
কিন্তু লুইস এনরিকে পিএসজির কোচ হওয়ার পরও এর কোনো পথেই হাঁটেননি। অধিনায়ক ঠিক করতে গণতন্ত্রের চর্চা করেছেন তিনি। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচন করা। এই শর্তই মেনেই নির্বাচনের ব্যবস্থা করেন স্প্যানিশ কোচ। গোপন ব্যালটের মাধ্যমে ২০২৩–২৪ মৌসুমের জন্য পিএসজির অধিনায়ক নির্বাচন।
সেই নির্বাচনে কিলিয়ান এমবাপ্পে চতুর্থ হয়েছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস। নির্বাচনে কে কত ভোট পেয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি সংবাদমাধ্যমটি। তবে জানা গেছে, মাত্র একটি ভোট পেয়েছেন এমবাপ্পে। আর ভোটটি দিয়েছেন তাঁর বন্ধু প্রতিম সতীর্থ আশরাফ হাকিমি।
আরএমসির জানিয়েছে, ভোটের মাধ্যমে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মার্কিনিওস। অবশ্য ২০২০ সালে স্বদেশি থিয়াগো সিলভা ক্লাব ছাড়ার পর থেকেই অধিনায়ক করছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তাঁর পরেই আছেন দানিলো পেরেইরা, প্রেসনেল কিমপেম্বে আর এমবাপ্পে। অর্থাৎ কোনো কারণে প্রথম তিনজন মাঠে না থাকলে তবেই অধিনায়কের আর্মব্যান্ড পড়তে পারবেন ফরাসি তারকা।
ভোটেই পরিষ্কার হয়েছে যে এখন আর পিএসজিতে জনপ্রিয়তা নেই এমবাপ্পের। যতটা সর্বশেষ মৌসুমে লিওনেল মেসি–নেইমার থাকা অবস্থায়ও তাঁর ছিল। অজনপ্রিয়তার কারণও অনুমেয়। লিগ চ্যাম্পিয়নদের হয়ে ২৪ বছর বয়সী তারকার নতুন চুক্তি না করা এবং সতীর্থদের সম্পর্কে বাজে মন্তব্য করা।
ফুটবলে কোচই সর্বেসর্বা। অধিনায়ক, একাদশ সাজানো থেকে শুরু করে মাঠের খেলা তাঁরই কৌশলে হয়। তাই দলের অধিনায়কও সাধারণত কোচের পছন্দেই হয়। এর বাইরে অধিনায়ক নির্বাচনে খেলোয়াড়ের বয়স, অভিজ্ঞতার সঙ্গে দলের মধ্যে কেমন জনপ্রিয়তা সেটাও বিবেচনা করা হয়।
কিন্তু লুইস এনরিকে পিএসজির কোচ হওয়ার পরও এর কোনো পথেই হাঁটেননি। অধিনায়ক ঠিক করতে গণতন্ত্রের চর্চা করেছেন তিনি। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচন করা। এই শর্তই মেনেই নির্বাচনের ব্যবস্থা করেন স্প্যানিশ কোচ। গোপন ব্যালটের মাধ্যমে ২০২৩–২৪ মৌসুমের জন্য পিএসজির অধিনায়ক নির্বাচন।
সেই নির্বাচনে কিলিয়ান এমবাপ্পে চতুর্থ হয়েছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস। নির্বাচনে কে কত ভোট পেয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি সংবাদমাধ্যমটি। তবে জানা গেছে, মাত্র একটি ভোট পেয়েছেন এমবাপ্পে। আর ভোটটি দিয়েছেন তাঁর বন্ধু প্রতিম সতীর্থ আশরাফ হাকিমি।
আরএমসির জানিয়েছে, ভোটের মাধ্যমে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মার্কিনিওস। অবশ্য ২০২০ সালে স্বদেশি থিয়াগো সিলভা ক্লাব ছাড়ার পর থেকেই অধিনায়ক করছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তাঁর পরেই আছেন দানিলো পেরেইরা, প্রেসনেল কিমপেম্বে আর এমবাপ্পে। অর্থাৎ কোনো কারণে প্রথম তিনজন মাঠে না থাকলে তবেই অধিনায়কের আর্মব্যান্ড পড়তে পারবেন ফরাসি তারকা।
ভোটেই পরিষ্কার হয়েছে যে এখন আর পিএসজিতে জনপ্রিয়তা নেই এমবাপ্পের। যতটা সর্বশেষ মৌসুমে লিওনেল মেসি–নেইমার থাকা অবস্থায়ও তাঁর ছিল। অজনপ্রিয়তার কারণও অনুমেয়। লিগ চ্যাম্পিয়নদের হয়ে ২৪ বছর বয়সী তারকার নতুন চুক্তি না করা এবং সতীর্থদের সম্পর্কে বাজে মন্তব্য করা।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে