ক্যারিয়ার হোক বা অন্য কোনো ঘটনা, নেইমার নিয়ে আলোচনা যেন স্বাভাবিক ঘটনা। নতুন ক্লাব আল হিলালের হয়ে তিনি খেলা এখনো শুরু করেননি ঠিকই। তবে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন জার্মান কিংবদন্তি পল ব্রাইটনার।
২০১৭ তে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্টে জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন নেইমার। পিএসজিতে খেলেছেন ছয় মৌসুম। ২০২৩-২৪ মৌসুমে পিএসজিতে থাকা নিয়ে চলছিল দোটানা। ইঞ্জুরিতে পড়ে খেলতে পারেননি অনেক ম্যাচ। যেসব ম্যাচে খেলেছেন, তাতেও পারফরম্যান্স ছিল না আশানুরূপ। শেষ পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাঁকে নিয়েছে আল হিলাল। আল হিলালের থেকে বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। সৌদি ক্লাবকে যেন নেইমারের পুরনো অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন ব্রাইটনার। জার্মান টিভি চ্যানেল বেয়রিস্কার রান্ডফাঙ্ককে কিংবদন্তি ফুটবলার বলেন, ‘সৌদিকে ধন্যবাদ নেইমারকে কেনার জন্য। সাম্প্রতিক সময়ে এই গ্রহের অন্যতম অদ্ভুত খেলোয়াড়দের অন্যতম। অন্যতম সেরা ফুটবলার যে শুধুই অভিনয় করে, ডাইভ দেয়। খুবই অদ্ভুত চরিত্রের সে। আমাকে বলতেই হচ্ছে, আপনাদের (সৌদি) অসংখ্য ধন্যবাদ।’
আল হিলালে খেলতে রিয়াদ বিমানবন্দরে শনিবার সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছিল। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’
সৌদি ক্লাব আল হিলালের থেকে বেশ রাজকীয় সুবিধা পাচ্ছেন নেইমার। ২৫ বেডরুমের বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এছাড়া বাড়ির কাজের জন্য ৫ জন স্টাফ সবসময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)।
ক্যারিয়ার হোক বা অন্য কোনো ঘটনা, নেইমার নিয়ে আলোচনা যেন স্বাভাবিক ঘটনা। নতুন ক্লাব আল হিলালের হয়ে তিনি খেলা এখনো শুরু করেননি ঠিকই। তবে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন জার্মান কিংবদন্তি পল ব্রাইটনার।
২০১৭ তে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্টে জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন নেইমার। পিএসজিতে খেলেছেন ছয় মৌসুম। ২০২৩-২৪ মৌসুমে পিএসজিতে থাকা নিয়ে চলছিল দোটানা। ইঞ্জুরিতে পড়ে খেলতে পারেননি অনেক ম্যাচ। যেসব ম্যাচে খেলেছেন, তাতেও পারফরম্যান্স ছিল না আশানুরূপ। শেষ পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাঁকে নিয়েছে আল হিলাল। আল হিলালের থেকে বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। সৌদি ক্লাবকে যেন নেইমারের পুরনো অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন ব্রাইটনার। জার্মান টিভি চ্যানেল বেয়রিস্কার রান্ডফাঙ্ককে কিংবদন্তি ফুটবলার বলেন, ‘সৌদিকে ধন্যবাদ নেইমারকে কেনার জন্য। সাম্প্রতিক সময়ে এই গ্রহের অন্যতম অদ্ভুত খেলোয়াড়দের অন্যতম। অন্যতম সেরা ফুটবলার যে শুধুই অভিনয় করে, ডাইভ দেয়। খুবই অদ্ভুত চরিত্রের সে। আমাকে বলতেই হচ্ছে, আপনাদের (সৌদি) অসংখ্য ধন্যবাদ।’
আল হিলালে খেলতে রিয়াদ বিমানবন্দরে শনিবার সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছিল। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’
সৌদি ক্লাব আল হিলালের থেকে বেশ রাজকীয় সুবিধা পাচ্ছেন নেইমার। ২৫ বেডরুমের বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এছাড়া বাড়ির কাজের জন্য ৫ জন স্টাফ সবসময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)।
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২৮ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে