ক্যারিয়ার হোক বা অন্য কোনো ঘটনা, নেইমার নিয়ে আলোচনা যেন স্বাভাবিক ঘটনা। নতুন ক্লাব আল হিলালের হয়ে তিনি খেলা এখনো শুরু করেননি ঠিকই। তবে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন জার্মান কিংবদন্তি পল ব্রাইটনার।
২০১৭ তে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্টে জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন নেইমার। পিএসজিতে খেলেছেন ছয় মৌসুম। ২০২৩-২৪ মৌসুমে পিএসজিতে থাকা নিয়ে চলছিল দোটানা। ইঞ্জুরিতে পড়ে খেলতে পারেননি অনেক ম্যাচ। যেসব ম্যাচে খেলেছেন, তাতেও পারফরম্যান্স ছিল না আশানুরূপ। শেষ পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাঁকে নিয়েছে আল হিলাল। আল হিলালের থেকে বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। সৌদি ক্লাবকে যেন নেইমারের পুরনো অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন ব্রাইটনার। জার্মান টিভি চ্যানেল বেয়রিস্কার রান্ডফাঙ্ককে কিংবদন্তি ফুটবলার বলেন, ‘সৌদিকে ধন্যবাদ নেইমারকে কেনার জন্য। সাম্প্রতিক সময়ে এই গ্রহের অন্যতম অদ্ভুত খেলোয়াড়দের অন্যতম। অন্যতম সেরা ফুটবলার যে শুধুই অভিনয় করে, ডাইভ দেয়। খুবই অদ্ভুত চরিত্রের সে। আমাকে বলতেই হচ্ছে, আপনাদের (সৌদি) অসংখ্য ধন্যবাদ।’
আল হিলালে খেলতে রিয়াদ বিমানবন্দরে শনিবার সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছিল। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’
সৌদি ক্লাব আল হিলালের থেকে বেশ রাজকীয় সুবিধা পাচ্ছেন নেইমার। ২৫ বেডরুমের বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এছাড়া বাড়ির কাজের জন্য ৫ জন স্টাফ সবসময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)।
ক্যারিয়ার হোক বা অন্য কোনো ঘটনা, নেইমার নিয়ে আলোচনা যেন স্বাভাবিক ঘটনা। নতুন ক্লাব আল হিলালের হয়ে তিনি খেলা এখনো শুরু করেননি ঠিকই। তবে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন জার্মান কিংবদন্তি পল ব্রাইটনার।
২০১৭ তে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্টে জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন নেইমার। পিএসজিতে খেলেছেন ছয় মৌসুম। ২০২৩-২৪ মৌসুমে পিএসজিতে থাকা নিয়ে চলছিল দোটানা। ইঞ্জুরিতে পড়ে খেলতে পারেননি অনেক ম্যাচ। যেসব ম্যাচে খেলেছেন, তাতেও পারফরম্যান্স ছিল না আশানুরূপ। শেষ পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাঁকে নিয়েছে আল হিলাল। আল হিলালের থেকে বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। সৌদি ক্লাবকে যেন নেইমারের পুরনো অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন ব্রাইটনার। জার্মান টিভি চ্যানেল বেয়রিস্কার রান্ডফাঙ্ককে কিংবদন্তি ফুটবলার বলেন, ‘সৌদিকে ধন্যবাদ নেইমারকে কেনার জন্য। সাম্প্রতিক সময়ে এই গ্রহের অন্যতম অদ্ভুত খেলোয়াড়দের অন্যতম। অন্যতম সেরা ফুটবলার যে শুধুই অভিনয় করে, ডাইভ দেয়। খুবই অদ্ভুত চরিত্রের সে। আমাকে বলতেই হচ্ছে, আপনাদের (সৌদি) অসংখ্য ধন্যবাদ।’
আল হিলালে খেলতে রিয়াদ বিমানবন্দরে শনিবার সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছিল। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’
সৌদি ক্লাব আল হিলালের থেকে বেশ রাজকীয় সুবিধা পাচ্ছেন নেইমার। ২৫ বেডরুমের বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এছাড়া বাড়ির কাজের জন্য ৫ জন স্টাফ সবসময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে