Ajker Patrika

‘অদ্ভুতুড়ে’ নেইমারকে নেওয়ায় সৌদিকে ধন্যবাদ জার্মান কিংবদন্তির 

‘অদ্ভুতুড়ে’ নেইমারকে নেওয়ায় সৌদিকে ধন্যবাদ জার্মান কিংবদন্তির 

ক্যারিয়ার হোক বা অন্য কোনো ঘটনা, নেইমার নিয়ে আলোচনা যেন স্বাভাবিক ঘটনা। নতুন ক্লাব আল হিলালের হয়ে তিনি খেলা এখনো শুরু করেননি ঠিকই। তবে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন জার্মান কিংবদন্তি পল ব্রাইটনার। 

২০১৭ তে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্টে জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন নেইমার। পিএসজিতে খেলেছেন ছয় মৌসুম। ২০২৩-২৪ মৌসুমে পিএসজিতে থাকা নিয়ে চলছিল দোটানা। ইঞ্জুরিতে পড়ে খেলতে পারেননি অনেক ম্যাচ। যেসব ম্যাচে খেলেছেন, তাতেও পারফরম্যান্স ছিল না আশানুরূপ। শেষ পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাঁকে নিয়েছে আল হিলাল। আল হিলালের থেকে বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। সৌদি ক্লাবকে যেন নেইমারের পুরনো অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন ব্রাইটনার। জার্মান টিভি চ্যানেল বেয়রিস্কার রান্ডফাঙ্ককে কিংবদন্তি ফুটবলার বলেন, ‘সৌদিকে ধন্যবাদ নেইমারকে কেনার জন্য। সাম্প্রতিক সময়ে এই গ্রহের অন্যতম অদ্ভুত খেলোয়াড়দের অন্যতম। অন্যতম সেরা ফুটবলার যে শুধুই অভিনয় করে, ডাইভ দেয়। খুবই অদ্ভুত চরিত্রের সে। আমাকে বলতেই হচ্ছে, আপনাদের (সৌদি) অসংখ্য ধন্যবাদ।’ 

আল হিলালে খেলতে রিয়াদ বিমানবন্দরে শনিবার সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছিল। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ 

সৌদি ক্লাব আল হিলালের থেকে বেশ রাজকীয় সুবিধা পাচ্ছেন নেইমার। ২৫ বেডরুমের বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এছাড়া বাড়ির কাজের জন্য ৫ জন স্টাফ সবসময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত