৩৬ কোটি টাকা জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার
বড় অঙ্কের অর্থ জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার। ব্রাজিলের এক আদালত জানিয়ে দিয়েছেন, পরিবেশবিষয়ক ছাড়পত্র ছাড়া নিজের বিল্ডিংয়ে হ্রদ নির্মাণের জন্য ৩ মিলিয়ন ডলারের যে শাস্তি ধার্য করা হয়েছে আল হিলাল তারকার ওপর, সেটি দিতে হবে না।