ক্রীড়া ডেস্ক
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর নেইমারের সান্তোসে ফেরা যেন সময়ের ব্যাপার। কারণ, সান্তোস যে নেইমারের স্বদেশি ক্লাব। ঘরের ছেলে ঘরে ফেরার মতো আনন্দের আর কী হতে পারে! এমন মুহূর্তে সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরশু রাতে আল হিলাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারের চুক্তি শেষ হওয়ার কথা জানায়। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো এরপর পোস্ট দিয়েছেন ব্যাপারটি নিয়ে। সামাজিক মাধ্যমে রোমানোর দেওয়া এক পোস্টে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। পরবর্তীতে নেইমারকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তেক্সেইরা। ক্লাব সভাপতি লেখেন, ‘এটাই সময় (ফিরে আসার) নেইমার। তোমার নিজের লোকদের কাছে ফেরার এটাই সময়। এটা আমাদের বাড়ি। ক্লাব আমাদের হৃদয়ে আছে। স্বাগত নেই (নেইমার)।’
২০০৯ সালে সান্তোসের হয়ে নেইমারের ক্লাব ক্যারিয়ারের শুরু। ২০১৩ পর্যন্ত ব্রাজিলের ক্লাবটিতে খেলেছিলেন। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর সঙ্গে জড়িয়ে আছে তাঁর অনেক স্মৃতি। তেক্সেইরার পোস্টেও সেটা বোঝা গেছে। সান্তোস সভাপতি বলেন, ‘ভিলার (সান্তোসের মাঠ ভিলা বেলমিরো) ছেলে তুমি। সাদা-কালো জার্সিতে ফিরে তোমার ভালো লাগবে। সান্তোস তোমাকে দুই হাত ভরে বরণ করার অপেক্ষায় আছি।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর নেইমারের সান্তোসে ফেরা যেন সময়ের ব্যাপার। কারণ, সান্তোস যে নেইমারের স্বদেশি ক্লাব। ঘরের ছেলে ঘরে ফেরার মতো আনন্দের আর কী হতে পারে! এমন মুহূর্তে সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরশু রাতে আল হিলাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারের চুক্তি শেষ হওয়ার কথা জানায়। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো এরপর পোস্ট দিয়েছেন ব্যাপারটি নিয়ে। সামাজিক মাধ্যমে রোমানোর দেওয়া এক পোস্টে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। পরবর্তীতে নেইমারকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তেক্সেইরা। ক্লাব সভাপতি লেখেন, ‘এটাই সময় (ফিরে আসার) নেইমার। তোমার নিজের লোকদের কাছে ফেরার এটাই সময়। এটা আমাদের বাড়ি। ক্লাব আমাদের হৃদয়ে আছে। স্বাগত নেই (নেইমার)।’
২০০৯ সালে সান্তোসের হয়ে নেইমারের ক্লাব ক্যারিয়ারের শুরু। ২০১৩ পর্যন্ত ব্রাজিলের ক্লাবটিতে খেলেছিলেন। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর সঙ্গে জড়িয়ে আছে তাঁর অনেক স্মৃতি। তেক্সেইরার পোস্টেও সেটা বোঝা গেছে। সান্তোস সভাপতি বলেন, ‘ভিলার (সান্তোসের মাঠ ভিলা বেলমিরো) ছেলে তুমি। সাদা-কালো জার্সিতে ফিরে তোমার ভালো লাগবে। সান্তোস তোমাকে দুই হাত ভরে বরণ করার অপেক্ষায় আছি।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে