ক্রীড়া ডেস্ক
তারকা খেলোয়াড়দের এই হচ্ছে জ্বালা। ছন্দে না থাকলে ভক্ত-সমর্থকদের সমালোচনার পাশাপাশি শুনতে হয় দুয়োধ্বনি। নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলেও নেইমার এমন সমস্যার সম্মুখীন হয়েছেন। সব কিছুর জবাব ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েছেন মাঠেই।
ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে গত রাতে নেইমারের দল সান্তোস খেলেছে ইন্টারন্যাশনাল দি লিমেইরার বিপক্ষে। মেজর হোসে লেবি সবরিনহো স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটের সময় তিনি কর্নার নিতে গেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তখন গ্যালারি থেকে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন। কর্নার থেকে সেসময় অসাধারণ এক গোল করেছেন নেইমার। বলটা লিমেইরার গোলরক্ষক ইগো গ্যাব্রিয়েল সান্তোস পেরেইরা ঠেকাতে গেলেও সেটা তাঁর হাত ফাঁকি দিয়ে বারে লেগে জাল স্পর্শ করে। অসাধারণ এই গোলের পর লিমেইরার ভক্ত-সমর্থকদের তাকিয়ে নেইমার অদ্ভুত এক ভঙ্গিতে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এরপর সতীর্থরা এসেছে অভিনন্দন জানিয়েছেন।
UGASUAGSDUASGDUAGSUDGA O NEYMAR METEU UM GOL OLÍMPICO! O ADM TÁ COMPLETAMENTE MALUCO! NÃO É POSSÍVEL! KKKKKKKKKKKKKK #Paulistão2025 pic.twitter.com/8S3vby2Npk
— TNT Sports BR (@TNTSportsBR) February 23, 2025
সান্তোস-ইন্টারন্যাশনাল দি লিমেইরা নয়, সবরিনহো স্টেডিয়ামে গতকাল ম্যাচটা হয়েছে নেইমারের সঙ্গে লিমেইরার। সান্তোস ৩-০ গোলে হেসেখেলে ম্যাচ জিতেছে। তিনটিতেই অবদান নেইমারের। একটি তো তিনি করেছেন। অপর দুটিতে অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করেন তিকিনহো সোয়ারেস। ৩২ মিনিটে সোয়ারেস করেন নিজের দ্বিতীয় গোল। যা সান্তোসের তৃতীয় গোল।
সান্তোসের হয়েই ক্লাব ক্যারিয়ারে অভিষেক হয় নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলার পর তিনি পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। মাঝে কেটে গেছে ১২ বছর। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোল। এই ৬ ম্যাচের মধ্যে তিনি জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে গত ১৭ ফেব্রুয়ারিতে অ্যাগুয়া সান্তা এসপির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল সান্তোস। এই ম্যাচে গোল করে ৫০২ দিন পর গোলের দেখা পেয়েছিলেন নেইমার।
তারকা খেলোয়াড়দের এই হচ্ছে জ্বালা। ছন্দে না থাকলে ভক্ত-সমর্থকদের সমালোচনার পাশাপাশি শুনতে হয় দুয়োধ্বনি। নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলেও নেইমার এমন সমস্যার সম্মুখীন হয়েছেন। সব কিছুর জবাব ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েছেন মাঠেই।
ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে গত রাতে নেইমারের দল সান্তোস খেলেছে ইন্টারন্যাশনাল দি লিমেইরার বিপক্ষে। মেজর হোসে লেবি সবরিনহো স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটের সময় তিনি কর্নার নিতে গেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তখন গ্যালারি থেকে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন। কর্নার থেকে সেসময় অসাধারণ এক গোল করেছেন নেইমার। বলটা লিমেইরার গোলরক্ষক ইগো গ্যাব্রিয়েল সান্তোস পেরেইরা ঠেকাতে গেলেও সেটা তাঁর হাত ফাঁকি দিয়ে বারে লেগে জাল স্পর্শ করে। অসাধারণ এই গোলের পর লিমেইরার ভক্ত-সমর্থকদের তাকিয়ে নেইমার অদ্ভুত এক ভঙ্গিতে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এরপর সতীর্থরা এসেছে অভিনন্দন জানিয়েছেন।
UGASUAGSDUASGDUAGSUDGA O NEYMAR METEU UM GOL OLÍMPICO! O ADM TÁ COMPLETAMENTE MALUCO! NÃO É POSSÍVEL! KKKKKKKKKKKKKK #Paulistão2025 pic.twitter.com/8S3vby2Npk
— TNT Sports BR (@TNTSportsBR) February 23, 2025
সান্তোস-ইন্টারন্যাশনাল দি লিমেইরা নয়, সবরিনহো স্টেডিয়ামে গতকাল ম্যাচটা হয়েছে নেইমারের সঙ্গে লিমেইরার। সান্তোস ৩-০ গোলে হেসেখেলে ম্যাচ জিতেছে। তিনটিতেই অবদান নেইমারের। একটি তো তিনি করেছেন। অপর দুটিতে অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করেন তিকিনহো সোয়ারেস। ৩২ মিনিটে সোয়ারেস করেন নিজের দ্বিতীয় গোল। যা সান্তোসের তৃতীয় গোল।
সান্তোসের হয়েই ক্লাব ক্যারিয়ারে অভিষেক হয় নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলার পর তিনি পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। মাঝে কেটে গেছে ১২ বছর। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোল। এই ৬ ম্যাচের মধ্যে তিনি জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে গত ১৭ ফেব্রুয়ারিতে অ্যাগুয়া সান্তা এসপির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল সান্তোস। এই ম্যাচে গোল করে ৫০২ দিন পর গোলের দেখা পেয়েছিলেন নেইমার।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে