‘এইলা কি পুলিশের নোক’
‘এইলা কি পুলিশের নোক? বাড়িত হামার কাহো নাই বাফো। নাতিটাকও বিহান থাকি খুঁজি পায়ছো না। খড়ি ফুরি গেইছি, ভাত-তরকারি আন্দিবার পারোছো না। কলার গাছ চিরিয়া রইদোদ দেছো।’ উদ্বেগের কণ্ঠে এ কথাগুলো বলেন কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের মাঝাপাড়ার বৃদ্ধা করিমন বেওয়া (৮৫)।