Ajker Patrika

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রের মুক্তি দাবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রের  মুক্তি দাবি

আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। কষ্ট করে ছেলেকে পড়ালেখা করিয়েছি। সবে মাত্র সে অনার্স পাশ করেছে। কিন্তু হত্যা মামলায় পুলিশ তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। এতে আমার নির্দোষ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হতে বসেছে। কথাগুলো বলেন নীলফামারীর সৈয়দপুরে রিকশাচালক দুলাল মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার ইউসুফ আলী জিতুর মা শিরিন বানু।

গত সোমবার রাত সাড়ে নয়টার সৈয়দপুর শহরের এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ আগস্ট শহরের নতুন বাবুপাড়া এলাকায় দুর্বৃত্তের হাতে এক রিকশাচালক খুন হয়। খুনের সেই ঘটনায় সন্দেহভাজন তাঁর ছেলে ইউসুফ আলীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি বলেন, বাদী এবং নিহত রিকশাচালকের বাড়ি চিরিরবন্দর অথচ তাঁর বাড়ি সৈয়দপুরে। তাঁরা নিহত দুলালকে চিনেনও না বলে জানান। এ সময় শিরিন বানু মামলা থেকে তাঁর ছেলেকে অব্যাহতি ও মুক্তি দাবি করেন।

এদিকে এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে জানান, রিকশাচালক দুলাল মণ্ডল হত্যা মামলাটি পুলিশের সিআইডি বিভাগ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত