Ajker Patrika

৬ জনের নামে মামলা ৩ দিনের রিমান্ড

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ২৩
৬ জনের নামে মামলা ৩ দিনের রিমান্ড

নীলফামারীতে ছয় জঙ্গির নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে গতকাল রোববার সকালে সদর থানায় একটি মামলা করেছে র‍্যাব। এতে অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করা হয়েছে। গতকাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এতে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের শরিফুল ইসলাম শরিফকে (৩৪) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন অভিযানে গ্রেপ্তার হওয়া সোনারায় ইউনিয়নের উত্তর মুশরত কুখাপাড়ার দুই ভাই জাহিদুল ইসলাম (৩০) ও অহিদুল ইসলাম (২৮); সংগলশী ইউনিয়নের বালাপাড়ার আব্দুল্লাহ আল মামুন ওরফে সুজা (২৬); চড়াইখোলা ইউনিয়নের বন্দর চড়াইখোলা গ্রামের ওয়াহেদ আলী (২৮) এবং তেলিপাড়া জামে মসজিদের ইমাম নূর আমিন (৩৫)। তবে পলাতক রয়েছেন প্রধান আসামি শরিফুল ইসলাম।

র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া পাঁচ জেএমবি সদস্যকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁরা জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্য।

তিনি আরও জানান, প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আরও কারা জড়িত রয়েছেন, তাঁদেরও বের করার কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকায় শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, দেশীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করে র‍্যাবের বোম ডিসপজাল ইউনিটের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত