Ajker Patrika

নীলফামারীতে শেষ হলো তিন দিনের ইজতেমা

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৯
নীলফামারীতে শেষ হলো তিন দিনের ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নীলফামারীতে শেষ হয়েছে তিন দিনের ইজতেমা। গতকাল শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। এর আগে, গত বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এতে জেলার ছয় উপজেলার মুসল্লি ছাড়াও পঞ্চগড়, দিনাজপুর ও রংপুর জেলার মুসল্লিরা অংশ নেন। আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ মনসুর।

ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী। টহল পুলিশের পাশাপাশি ইজতেমার আশপাশ মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়।

জেলা তাবলিগ জামাতের প্রধান ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম জানান, সফলভাবে ইজতেমা শেষ হয়েছে। দূর-দুরান্ত থেকে মুসল্লিরা এসে এতে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত