তিস্তাপারের গানের সম্রাট
‘তিস্তাপারের গানের অনুষ্ঠানে এখন শুনবেন ভাওয়াইয়া।’ আশি ও নব্বইয়ের দশকে যাঁরা রংপুর বেতারের অনুষ্ঠান শুনে বড় হয়েছেন, বিকেল ঠিক চারটায় তাঁরা এ ঘোষণা শুনেছেন নিশ্চিত। পালাগান, বিয়ের গান, কবিগানসহ অনেক ধরনের গান হলেও তিস্তাপারের গানের রাজা ভাওয়াইয়া।