নীলফামারী প্রতিনিধি
তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে, দুপুর ১টার দিকে চলাচল স্বাভাবিক হয়। তবে এই সময়ে কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা কেটে গেলে দুপুর ১টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘন কুয়াশার কারণে কোনো বিমানের ফ্লাইট বাতিল করা হয়নি।’
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর অঞ্চল। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। সকাল সাড়ে ১০টায় দৃষ্টিসীমা ৩০০ মিটার এবং ৩০ মিনিটের ব্যবধানে বেলা ১১টায় তা ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়।’
বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হয় বলে জানান লোকমান হোসেন। তিনি আজকের পত্রিকাকে আরও বলেন, ‘আজ ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগে। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’
এদিকে বিমানবন্দরে কথা হয় ঢাকাগামী যাত্রী নীলফামারী শহরের আতাউর রহমানের সঙ্গে। তিনি সকাল ১০টা থেকে বিমানবন্দরে অবস্থান করেন বলে জানান। পরে চলাচল স্বাভাবিক হলে তিনি একটি বেসরকারি বিমানে ওঠেন।
তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিমান ওঠানামা বন্ধ থাকে, দুপুর ১টার দিকে চলাচল স্বাভাবিক হয়। তবে এই সময়ে কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশা কেটে গেলে দুপুর ১টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘন কুয়াশার কারণে কোনো বিমানের ফ্লাইট বাতিল করা হয়নি।’
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর অঞ্চল। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। সকাল সাড়ে ১০টায় দৃষ্টিসীমা ৩০০ মিটার এবং ৩০ মিনিটের ব্যবধানে বেলা ১১টায় তা ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়।’
বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হয় বলে জানান লোকমান হোসেন। তিনি আজকের পত্রিকাকে আরও বলেন, ‘আজ ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগে। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’
এদিকে বিমানবন্দরে কথা হয় ঢাকাগামী যাত্রী নীলফামারী শহরের আতাউর রহমানের সঙ্গে। তিনি সকাল ১০টা থেকে বিমানবন্দরে অবস্থান করেন বলে জানান। পরে চলাচল স্বাভাবিক হলে তিনি একটি বেসরকারি বিমানে ওঠেন।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৪ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
৩৩ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
৩৮ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে