Ajker Patrika

কিস্তির চাপে আত্মহত্যার চেষ্টা, স্ত্রীকে ছুরিকাঘাত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
কিস্তির চাপে আত্মহত্যার চেষ্টা, স্ত্রীকে ছুরিকাঘাত

বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে পেটে ছুরি মেরে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। সেই সঙ্গে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন।

গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন ওই এলাকার খিজির আলীর ছেলে জাহেদুল ইসলাম (৩৬) ও তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৩২)।

জাহেদুলের মা হাজেরা বেগম জানান, তাঁর ছেলে এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। মাসখানেক আগে তিনি রিকশাটি বিক্রি করে দিলে ঋণের কিস্তি পরিশোধে সমস্যা হচ্ছিল। বুধবার এনজিওর কর্মীরা কিস্তি নিতে বাড়িতে এসে জাহেদুলকে না পেয়ে নুরজাহানকে চাপ দেন। তাঁরা টাকার জন্য দীর্ঘক্ষণ বাড়ির আঙিনায় বসে থেকে পরে ফেরত যান।

জাহেদুল রাতে বাড়িতে এলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে জাহেদুল আত্মহননের উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে নিজের পেট কেটে দেন। তখন নুরজাহান বাধা দিতে এগিয়ে এলে তাঁর পেটেও চাকু ঢুকিয়ে দেন জাহেদুল। পরে দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত