শিক্ষকের পরামর্শেই বদলে যাওয়া তিরন্দাজ দিয়া
মেয়েটি ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা। অন্য মেয়েদের তুলনায় উচ্চতা বেশ ভালো। খেলাধুলায় আগ্রহী। তাই নীলফামারী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম মেয়েটাকে পরামর্শ দিলেন, আর্চারিতে মন দাও। শিক্ষকের পরামর্শ মেয়েটির মনে ধরল। শুরু হলো কঠোর অনুশীলন। শিক্ষকের সেই পরামর্শ আর নিজের পরিশ্রম—বদলে গেল দিয়া সিদ্দিকীর