নিজস্ব প্রতিবেদক
নীলফামারী: মেয়েটি ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা। অন্য মেয়েদের তুলনায় উচ্চতা বেশ ভালো। খেলাধুলায় আগ্রহী। তাই নীলফামারী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম মেয়েটাকে পরামর্শ দিলেন, আর্চারিতে মন দাও। শিক্ষকের পরামর্শ মেয়েটির মনে ধরল। শুরু হলো কঠোর অনুশীলন। শিক্ষকের সেই পরামর্শ আর নিজের পরিশ্রম—বদলে গেল দিয়া সিদ্দিকীর জীবন।
সুইজারল্যান্ডের লোজানে বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। দুই তিরন্দাজের পারফরম্যান্সে প্রথমবারের মতো বিশ্বকাপে সোনা জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে বাংলাদেশকে। ইভেন্টের ফাইনালে শক্তিশালী নেদারল্যান্ডসের দুই প্রতিপক্ষের কাছে ৫-১ সেটে হেরে যান রোমান-দিয়া।
ফাইনালে হয়তো হেরেছেন, তবু রোমান-দিয়ার অর্জন নেহাত কম নয়। বিশেষ করে দিয়ার জন্য তো বটেই। ২০১৯ সালে ইসলামিক সলিডারিটি আর্চারি ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথম আসরেই সোনা জিতে অবাক করেন সবাইকে। নিজেদের প্রথম বিশ্বকাপে ছিল সোনা জয়ের সুযোগও। তবে অনভিজ্ঞতার সঙ্গে প্রত্যাশার চাপেই ভেঙে পড়লেন নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী। বলেছেন, ‘আসলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো কিছু করার জন্য অভিজ্ঞতা দরকার। এমন পর্যায়ে আমি একেবারে নতুন। তবু যা অর্জন করেছি তাতেই আমি অনেক খুশি।’
মেয়ে হয়তো সোনা জেতেননি, তবু তৃপ্ত দিয়ার সাংবাদিক বাবা নূর আলম সিদ্দিকী। দেশকে বিশ্বকাপের প্রথম পদক এনে দিয়েছেন তাঁর মেয়ে। বাবা হিসেবে গর্বিত তিনি। বলেছেন, ‘আমার মেয়ে বাংলাদেশের হয়ে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করেছে, যা নীলফামারীসহ পুরো দেশের জন্য গর্বের বিষয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলছেন, ‘দিয়া আমাদের গর্ব। আমরা জেলার আনাচকানাচে এসব প্রতিভাবান খেলোয়াড়কে তুলে আনতে চেষ্টা করছি।’
নীলফামারীর পাইকপাড়া মধ্য হারওয়া গ্রামের নূর আলম সিদ্দিকীর দুই ছেলে আর এক মেয়ের মধ্যে বড় দিয়া। ছোটবেলায় পড়ালেখার পাশাপাশি মনের আনন্দে যুক্ত ছিলেন খেলাধুলার সঙ্গে। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও অবশ্য সুযোগটা পাচ্ছিলেন না। অবশেষে ভাগ্য খুলে দেয় ২০১৬ সালে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি।
শিক্ষকের কথা মাথায় রেখে তির-ধনুকে পরিশ্রম আর মনোযোগ বাড়িয়ে দেন দিয়া। টিকে যান নীলফামারীতে আর্চারির প্রাথমিক বাছাইয়ে। পরে এক মাসের অনুশীলন ক্যাম্প শেষে ভর্তি হন বিকেএসপিতেও। প্রতিষ্ঠানটিতে এখন একাদশ শ্রেণিতে পড়ছেন দিয়া। সামনে লম্বা পথ পাড়ি দিতে হবে তাঁকে। অভিজ্ঞতা বাড়িয়ে প্রত্যাশার চাপকে জয় করতে পারলে হয়তো আর সোনার জন্য আক্ষেপে পুড়তে হবে না দিয়াকে, বাংলাদেশকেও।
নীলফামারী: মেয়েটি ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা। অন্য মেয়েদের তুলনায় উচ্চতা বেশ ভালো। খেলাধুলায় আগ্রহী। তাই নীলফামারী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম মেয়েটাকে পরামর্শ দিলেন, আর্চারিতে মন দাও। শিক্ষকের পরামর্শ মেয়েটির মনে ধরল। শুরু হলো কঠোর অনুশীলন। শিক্ষকের সেই পরামর্শ আর নিজের পরিশ্রম—বদলে গেল দিয়া সিদ্দিকীর জীবন।
সুইজারল্যান্ডের লোজানে বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। দুই তিরন্দাজের পারফরম্যান্সে প্রথমবারের মতো বিশ্বকাপে সোনা জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে বাংলাদেশকে। ইভেন্টের ফাইনালে শক্তিশালী নেদারল্যান্ডসের দুই প্রতিপক্ষের কাছে ৫-১ সেটে হেরে যান রোমান-দিয়া।
ফাইনালে হয়তো হেরেছেন, তবু রোমান-দিয়ার অর্জন নেহাত কম নয়। বিশেষ করে দিয়ার জন্য তো বটেই। ২০১৯ সালে ইসলামিক সলিডারিটি আর্চারি ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথম আসরেই সোনা জিতে অবাক করেন সবাইকে। নিজেদের প্রথম বিশ্বকাপে ছিল সোনা জয়ের সুযোগও। তবে অনভিজ্ঞতার সঙ্গে প্রত্যাশার চাপেই ভেঙে পড়লেন নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী। বলেছেন, ‘আসলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো কিছু করার জন্য অভিজ্ঞতা দরকার। এমন পর্যায়ে আমি একেবারে নতুন। তবু যা অর্জন করেছি তাতেই আমি অনেক খুশি।’
মেয়ে হয়তো সোনা জেতেননি, তবু তৃপ্ত দিয়ার সাংবাদিক বাবা নূর আলম সিদ্দিকী। দেশকে বিশ্বকাপের প্রথম পদক এনে দিয়েছেন তাঁর মেয়ে। বাবা হিসেবে গর্বিত তিনি। বলেছেন, ‘আমার মেয়ে বাংলাদেশের হয়ে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করেছে, যা নীলফামারীসহ পুরো দেশের জন্য গর্বের বিষয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলছেন, ‘দিয়া আমাদের গর্ব। আমরা জেলার আনাচকানাচে এসব প্রতিভাবান খেলোয়াড়কে তুলে আনতে চেষ্টা করছি।’
নীলফামারীর পাইকপাড়া মধ্য হারওয়া গ্রামের নূর আলম সিদ্দিকীর দুই ছেলে আর এক মেয়ের মধ্যে বড় দিয়া। ছোটবেলায় পড়ালেখার পাশাপাশি মনের আনন্দে যুক্ত ছিলেন খেলাধুলার সঙ্গে। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও অবশ্য সুযোগটা পাচ্ছিলেন না। অবশেষে ভাগ্য খুলে দেয় ২০১৬ সালে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি।
শিক্ষকের কথা মাথায় রেখে তির-ধনুকে পরিশ্রম আর মনোযোগ বাড়িয়ে দেন দিয়া। টিকে যান নীলফামারীতে আর্চারির প্রাথমিক বাছাইয়ে। পরে এক মাসের অনুশীলন ক্যাম্প শেষে ভর্তি হন বিকেএসপিতেও। প্রতিষ্ঠানটিতে এখন একাদশ শ্রেণিতে পড়ছেন দিয়া। সামনে লম্বা পথ পাড়ি দিতে হবে তাঁকে। অভিজ্ঞতা বাড়িয়ে প্রত্যাশার চাপকে জয় করতে পারলে হয়তো আর সোনার জন্য আক্ষেপে পুড়তে হবে না দিয়াকে, বাংলাদেশকেও।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৫ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১০ ঘণ্টা আগে