৪৬৭০ কোটিতে বিক্রি মেয়েদের আইপিএল দল
মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।