মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।
৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লাখ রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা সংস্করণটি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে পরিচিতি পাবে।
আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১ হাজার ২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ রুপিতে মুম্বাই দল কিনেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পোর্টস প্রাইভেট লিমিটেড বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। এ জন্য তাদের খরচ করছে ৮১০ কোটি রুপি। ৭৫৭ কোটি রুপিতে ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লক্ষ্ণৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি রুপি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ টুইটারে লিখেছেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন এক যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী মার্চে হতে পারে মেয়েদের আইপিএল।
মেয়েদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নিলাম হয়ে গেল আজ। ২০২৩ আইপিএলে বাড়ছে দুটি ফ্র্যাঞ্চাইজি। হিসেবে আদানি গ্রুপের (আহমেদাবাদ) ও ক্যাপরি গ্লোবাল (লক্ষ্ণৌ) নামে নতুন দুটি দল যোগ হয়েছে। এ ছাড়া আগের তিন ফ্র্যাঞ্চাইজি-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারও আছে।
৪ হাজার ৬৬৯ কোটি ৯৯ লাখ রুপিতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। প্রথমবার আইপিএল আঙ্গিকে হতে চলা সংস্করণটি উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে পরিচিতি পাবে।
আবেদন করেও দল পেল না শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১ হাজার ২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ রুপিতে মুম্বাই দল কিনেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পোর্টস প্রাইভেট লিমিটেড বেঙ্গালুরু দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। এ জন্য তাদের খরচ করছে ৮১০ কোটি রুপি। ৭৫৭ কোটি রুপিতে ক্যাপরি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লক্ষ্ণৌ দল। তারা কিনেছে ৭৫৭ কোটি রুপি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ টুইটারে লিখেছেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন এক যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।’ আগামী মার্চে হতে পারে মেয়েদের আইপিএল।
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৩৫ মিনিট আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
৩ ঘণ্টা আগেলাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগস্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবশ্যার চাঁদ’-এর মতো।
৪ ঘণ্টা আগে