যুক্তরাষ্ট্রের রক সম্রাট এলভিস প্রিসলির একটি কোট নিলামে ১৭ কোটি সাড়ে ৬ লাখ (১ লাখ ২৮ হাজার পাউন্ড) টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভিজেসে ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলাম ঘরে উঠেছিল কোটটি।
হস্তশিল্পে তৈরি চামড়া ও মখমলের ওই কোট এলভিস প্রিসলি জীবনের শেষ বছরে পরতেন। যুক্তরাষ্ট্রের এক নাগরিক কোটটি কিনেছেন।
নিলামঘরের মালিক হেনরি অ্যালড্রিজ এর আগে বলেছিলেন, তাঁরা কোটটি ১৫ হাজার পাউন্ডের কিছু বেশি দামে বিক্রির আশা করছেন।
এলভিস প্রিসলি মৃত্যুর আগে ১৯৭৭ সালে তাঁর বাগদত্তা জিঞ্জার অ্যালডেনের ভাইকে ১২০ সেমি (৪ ফুট) দৈর্ঘ্যের পোশাকটি উপহার দিয়েছিলেন। জিঞ্জার অ্যালডেনের বোন রোজমেরি অ্যালডেন স্টারকি এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।
হেনরি অ্যালড্রিজ আগে বলেছিলেন, তাঁরা একজন ক্লায়েন্টের কাছ থেকে কোটটি কিনেছিলেন। ওই ক্লায়েন্ট আবার কোটটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে প্রিসলির সাবেক বাড়িতে গ্রেসল্যান্ডে অনুষ্ঠিত ‘বার্ষিক এলভিস প্রিসলি নিলাম’ থেকে কিনেছিলেন।
নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘আমি মনে করি, কোটটিতে ১৯৭০–এর দশকের ভেগাসের ছাপ লেগে আছে। যেখানে এলভিস মখমলের এই কোট জড়িয়ে ঘুরে বেড়াতেন।’
এলভিস প্রিসলির একটি সোনার পেঁচার আকৃতির আংটিও এই নিলামে ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের রক সম্রাট এলভিস প্রিসলির একটি কোট নিলামে ১৭ কোটি সাড়ে ৬ লাখ (১ লাখ ২৮ হাজার পাউন্ড) টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভিজেসে ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলাম ঘরে উঠেছিল কোটটি।
হস্তশিল্পে তৈরি চামড়া ও মখমলের ওই কোট এলভিস প্রিসলি জীবনের শেষ বছরে পরতেন। যুক্তরাষ্ট্রের এক নাগরিক কোটটি কিনেছেন।
নিলামঘরের মালিক হেনরি অ্যালড্রিজ এর আগে বলেছিলেন, তাঁরা কোটটি ১৫ হাজার পাউন্ডের কিছু বেশি দামে বিক্রির আশা করছেন।
এলভিস প্রিসলি মৃত্যুর আগে ১৯৭৭ সালে তাঁর বাগদত্তা জিঞ্জার অ্যালডেনের ভাইকে ১২০ সেমি (৪ ফুট) দৈর্ঘ্যের পোশাকটি উপহার দিয়েছিলেন। জিঞ্জার অ্যালডেনের বোন রোজমেরি অ্যালডেন স্টারকি এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।
হেনরি অ্যালড্রিজ আগে বলেছিলেন, তাঁরা একজন ক্লায়েন্টের কাছ থেকে কোটটি কিনেছিলেন। ওই ক্লায়েন্ট আবার কোটটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে প্রিসলির সাবেক বাড়িতে গ্রেসল্যান্ডে অনুষ্ঠিত ‘বার্ষিক এলভিস প্রিসলি নিলাম’ থেকে কিনেছিলেন।
নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘আমি মনে করি, কোটটিতে ১৯৭০–এর দশকের ভেগাসের ছাপ লেগে আছে। যেখানে এলভিস মখমলের এই কোট জড়িয়ে ঘুরে বেড়াতেন।’
এলভিস প্রিসলির একটি সোনার পেঁচার আকৃতির আংটিও এই নিলামে ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৭ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৯ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে