প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত বেশ পুরোনো এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। এরই মধ্যে এই স্যান্ডেল প্রায় ২ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি স্যান্ডেল জোড়া নিলামে তোলে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, স্যান্ডেল জোড়া বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। বার্কেনস্টক ব্র্যান্ডের জুতা তৈরিতে ব্যবহার করা হয় পাট, প্রাকৃতিক রাবার ও চামড়া। পরতে বেশ আরামদায়ক হওয়ায় স্টিভ জবসসহ বিশ্বখ্যাত অনেকেই এই ব্র্যান্ডের জুতা-স্যান্ডেল ব্যবহার করতেন এবং করেন।
১১ নভেম্বর নিলাম শুরু হয়ে চলে ১৩ নভেম্বর পর্যন্ত। স্যান্ডেল জোড়া প্রথমে ৬০ হাজার ডলারে বিক্রি হবে বলে মনে করা হয়েছিল। শেষ পর্যন্ত নিলামে ২ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয় প্রয়াত জবসের এই স্যান্ডেল। তবে কে কিনেছেন তা জানা যায়নি।
এর আগে স্টিভ জবসের ওই স্যান্ডেল একাধিক প্রদর্শনীতে রাখা হয়েছিল। প্রথম ২০১৭ সালে ইতালির মিলানের একটি প্রদর্শনীতে স্থান পায় স্যান্ডেল জোড়া। পরবর্তী সময়ে মিলান থেকে জার্মানির কয়েকটি প্রদর্শনীতে নেওয়া হয়।
নিলাম সংস্থা জুলিয়ানস অকশনস জানায়, কর্ক ও জুট ফুটবেডে তৈরি এই স্যান্ডেলে স্টিভ জবসের পায়ের ছাপ পড়ে গেছে। বছরের পর বছর ব্যবহার করেছেন তিনি। ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত ওই স্যান্ডেল ব্যবহার করেছেন। এটি পরা অবস্থায় অ্যাপলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন জবস।
১৯৭৬ সালে স্টিব জবস ও স্টিভ ওজনিয়াক ক্যালিফোর্নিয়ার লস অল্টোসে জবসের বাবা-মায়ের বাড়িতে অ্যাপল প্রতিষ্ঠা করেন। নিজের বাড়ির গ্যারেজে তৈরি করা সেই প্রতিষ্ঠান বদলে দেয় প্রযুক্তির দুনিয়া। প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালে স্টিভ জবস মারা যান। তবে মৃত্যুর পরেও যে তাঁর প্রতি মানুষের আগ্রহের কমতি নেই, তারই প্রমাণ মিলল সাম্প্রতিক নিলামে।
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত বেশ পুরোনো এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। এরই মধ্যে এই স্যান্ডেল প্রায় ২ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি স্যান্ডেল জোড়া নিলামে তোলে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, স্যান্ডেল জোড়া বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। বার্কেনস্টক ব্র্যান্ডের জুতা তৈরিতে ব্যবহার করা হয় পাট, প্রাকৃতিক রাবার ও চামড়া। পরতে বেশ আরামদায়ক হওয়ায় স্টিভ জবসসহ বিশ্বখ্যাত অনেকেই এই ব্র্যান্ডের জুতা-স্যান্ডেল ব্যবহার করতেন এবং করেন।
১১ নভেম্বর নিলাম শুরু হয়ে চলে ১৩ নভেম্বর পর্যন্ত। স্যান্ডেল জোড়া প্রথমে ৬০ হাজার ডলারে বিক্রি হবে বলে মনে করা হয়েছিল। শেষ পর্যন্ত নিলামে ২ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয় প্রয়াত জবসের এই স্যান্ডেল। তবে কে কিনেছেন তা জানা যায়নি।
এর আগে স্টিভ জবসের ওই স্যান্ডেল একাধিক প্রদর্শনীতে রাখা হয়েছিল। প্রথম ২০১৭ সালে ইতালির মিলানের একটি প্রদর্শনীতে স্থান পায় স্যান্ডেল জোড়া। পরবর্তী সময়ে মিলান থেকে জার্মানির কয়েকটি প্রদর্শনীতে নেওয়া হয়।
নিলাম সংস্থা জুলিয়ানস অকশনস জানায়, কর্ক ও জুট ফুটবেডে তৈরি এই স্যান্ডেলে স্টিভ জবসের পায়ের ছাপ পড়ে গেছে। বছরের পর বছর ব্যবহার করেছেন তিনি। ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত ওই স্যান্ডেল ব্যবহার করেছেন। এটি পরা অবস্থায় অ্যাপলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন জবস।
১৯৭৬ সালে স্টিব জবস ও স্টিভ ওজনিয়াক ক্যালিফোর্নিয়ার লস অল্টোসে জবসের বাবা-মায়ের বাড়িতে অ্যাপল প্রতিষ্ঠা করেন। নিজের বাড়ির গ্যারেজে তৈরি করা সেই প্রতিষ্ঠান বদলে দেয় প্রযুক্তির দুনিয়া। প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালে স্টিভ জবস মারা যান। তবে মৃত্যুর পরেও যে তাঁর প্রতি মানুষের আগ্রহের কমতি নেই, তারই প্রমাণ মিলল সাম্প্রতিক নিলামে।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৫ ঘণ্টা আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে