প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত বেশ পুরোনো এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। এরই মধ্যে এই স্যান্ডেল প্রায় ২ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি স্যান্ডেল জোড়া নিলামে তোলে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, স্যান্ডেল জোড়া বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। বার্কেনস্টক ব্র্যান্ডের জুতা তৈরিতে ব্যবহার করা হয় পাট, প্রাকৃতিক রাবার ও চামড়া। পরতে বেশ আরামদায়ক হওয়ায় স্টিভ জবসসহ বিশ্বখ্যাত অনেকেই এই ব্র্যান্ডের জুতা-স্যান্ডেল ব্যবহার করতেন এবং করেন।
১১ নভেম্বর নিলাম শুরু হয়ে চলে ১৩ নভেম্বর পর্যন্ত। স্যান্ডেল জোড়া প্রথমে ৬০ হাজার ডলারে বিক্রি হবে বলে মনে করা হয়েছিল। শেষ পর্যন্ত নিলামে ২ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয় প্রয়াত জবসের এই স্যান্ডেল। তবে কে কিনেছেন তা জানা যায়নি।
এর আগে স্টিভ জবসের ওই স্যান্ডেল একাধিক প্রদর্শনীতে রাখা হয়েছিল। প্রথম ২০১৭ সালে ইতালির মিলানের একটি প্রদর্শনীতে স্থান পায় স্যান্ডেল জোড়া। পরবর্তী সময়ে মিলান থেকে জার্মানির কয়েকটি প্রদর্শনীতে নেওয়া হয়।
নিলাম সংস্থা জুলিয়ানস অকশনস জানায়, কর্ক ও জুট ফুটবেডে তৈরি এই স্যান্ডেলে স্টিভ জবসের পায়ের ছাপ পড়ে গেছে। বছরের পর বছর ব্যবহার করেছেন তিনি। ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত ওই স্যান্ডেল ব্যবহার করেছেন। এটি পরা অবস্থায় অ্যাপলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন জবস।
১৯৭৬ সালে স্টিব জবস ও স্টিভ ওজনিয়াক ক্যালিফোর্নিয়ার লস অল্টোসে জবসের বাবা-মায়ের বাড়িতে অ্যাপল প্রতিষ্ঠা করেন। নিজের বাড়ির গ্যারেজে তৈরি করা সেই প্রতিষ্ঠান বদলে দেয় প্রযুক্তির দুনিয়া। প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালে স্টিভ জবস মারা যান। তবে মৃত্যুর পরেও যে তাঁর প্রতি মানুষের আগ্রহের কমতি নেই, তারই প্রমাণ মিলল সাম্প্রতিক নিলামে।
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত বেশ পুরোনো এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। এরই মধ্যে এই স্যান্ডেল প্রায় ২ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি স্যান্ডেল জোড়া নিলামে তোলে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, স্যান্ডেল জোড়া বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। বার্কেনস্টক ব্র্যান্ডের জুতা তৈরিতে ব্যবহার করা হয় পাট, প্রাকৃতিক রাবার ও চামড়া। পরতে বেশ আরামদায়ক হওয়ায় স্টিভ জবসসহ বিশ্বখ্যাত অনেকেই এই ব্র্যান্ডের জুতা-স্যান্ডেল ব্যবহার করতেন এবং করেন।
১১ নভেম্বর নিলাম শুরু হয়ে চলে ১৩ নভেম্বর পর্যন্ত। স্যান্ডেল জোড়া প্রথমে ৬০ হাজার ডলারে বিক্রি হবে বলে মনে করা হয়েছিল। শেষ পর্যন্ত নিলামে ২ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয় প্রয়াত জবসের এই স্যান্ডেল। তবে কে কিনেছেন তা জানা যায়নি।
এর আগে স্টিভ জবসের ওই স্যান্ডেল একাধিক প্রদর্শনীতে রাখা হয়েছিল। প্রথম ২০১৭ সালে ইতালির মিলানের একটি প্রদর্শনীতে স্থান পায় স্যান্ডেল জোড়া। পরবর্তী সময়ে মিলান থেকে জার্মানির কয়েকটি প্রদর্শনীতে নেওয়া হয়।
নিলাম সংস্থা জুলিয়ানস অকশনস জানায়, কর্ক ও জুট ফুটবেডে তৈরি এই স্যান্ডেলে স্টিভ জবসের পায়ের ছাপ পড়ে গেছে। বছরের পর বছর ব্যবহার করেছেন তিনি। ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত ওই স্যান্ডেল ব্যবহার করেছেন। এটি পরা অবস্থায় অ্যাপলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন জবস।
১৯৭৬ সালে স্টিব জবস ও স্টিভ ওজনিয়াক ক্যালিফোর্নিয়ার লস অল্টোসে জবসের বাবা-মায়ের বাড়িতে অ্যাপল প্রতিষ্ঠা করেন। নিজের বাড়ির গ্যারেজে তৈরি করা সেই প্রতিষ্ঠান বদলে দেয় প্রযুক্তির দুনিয়া। প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালে স্টিভ জবস মারা যান। তবে মৃত্যুর পরেও যে তাঁর প্রতি মানুষের আগ্রহের কমতি নেই, তারই প্রমাণ মিলল সাম্প্রতিক নিলামে।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে