ফ্রান্সের গির্জায় যৌন নিপীড়নের শিকার ২ লাখ শিশু, প্রকৃত ক্ষতিপূরণ দাবি
ফ্রান্সের বিভিন্ন ক্যাথলিক গির্জায় প্রায় ২ লাখ ১৬ হাজার শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। নিপীড়নকারীর তালিকায় রয়েছেন ২,৯০০ থেকে ৩২০০ জন প্রাদ্রী। নিপীড়নের শিকার প্রত্যেককে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে নির্যাতনের শিকারদের সংগঠন 'অ্যাসোসিয়েশন লা প্যারোল লিবারি'।