Ajker Patrika

বোনের সম্পর্কের পক্ষ নেওয়ায় মাকে মারধর করল ছেলে 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৪: ১৪
বোনের সম্পর্কের পক্ষ নেওয়ায় মাকে মারধর করল ছেলে 

নীলফামারীর ডিমলায় মাকে গাছে বেঁধে দিনভর নির্যাতনের অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন সন্তানের জননী মনোয়ারা বেগমকে (৩৬) তাঁর স্বামী ও ছেলে সুপারিগাছের সঙ্গে বেঁধে দিনভর নির্যাতন করে। গত বুধবার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে প্রথমে স্বামী বজলুর রহমান ও বড় ছেলে শাহরিন ইসলাম মিঠুর সঙ্গে ঘটনার দিন বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মনোয়ারা বেগম মেয়ের পক্ষে কথা বললে বজলুর রহমানের সামনেই তাঁর ছেলে মিঠু মা মনোয়ারা বেগমকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যান। পরে একটি সুপারিগাছে ওড়না দিয়ে বেঁধে দিনভর তাঁকে মারধর করেন। লাঠি ও লোহার রড দিয়ে আঘাতে মনোয়ারা বেগম চিৎকার করতে করতে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নির্যাতন সহ্য করতে না পেরে এক প্রতিবেশী ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে মনোয়ারা বেগমকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। 

স্থানীয় প্রতিবেশী দুলাল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত অমানসিকতার পরিচয় দিয়েছে। ওই নারীর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে দাবি করেন আনোয়ারা বেগমের মা। 

এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, `সংবাদ পেয়ে আমরা মনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত