Ajker Patrika

কন্যাশিশুদের ওপর নির্যাতন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কন্যাশিশুদের ওপর নির্যাতন বাড়ছে

জাতীয় কন্যাশিশু দিবসে এ বছরে কন্যাশিশুসহ নারীদের সামগ্রিক অবস্থা তুলে ধরে কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২১ প্রকাশ করেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সামাদ হলে প্রতিবেদনটি উপস্থাপন করে সংগঠনটি। 

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির সম্পাদক নাছিমা আক্তার জলি। এ সময় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ফারজানা খান ও অ্যাকশনএইড বাংলাদেশের চাইল্ড স্পনসরশিপ ম্যানেজার মনিকা বিশ্বাস। প্রতিবেদন উপস্থাপন শেষে কন্যাশিশুদের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন সংগঠনটি। 

প্রতিবেদনে বলা হয়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা আমাদের দেশে এক নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের সমাজে দুইভাবে নির্যাতনের শিকার হতে হয়। অন্যদিকে সামগ্রিকভাবে সমাজের নিপীড়িতদের একজন হিসেবে, অন্যদিকে কেবল নারী হবার কারণে প্রতিনিয়ত তাদের নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়, যাকে লিঙ্গভিত্তিক নির্যাতন বলা হয়। সময়, বয়স ও পারিপার্শ্বিক পরিস্থিতিতে অনেক সময় নিপীড়নের চেহারা ভিন্ন হয় কিন্তু প্রকৃত বাস্তবতা হলো, নারী ও কন্যাশিশুরা সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছে। 

যৌন হয়রানি ও নির্যাতন, এসিড আক্রমণের শিকার, অপহরণ ও পাচার, বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ, গৃহশ্রমিক নির্যাতন, শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক নির্যাতন, আত্মহত্যা, হত্যা ও পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার মধ্য দিয়ে কন্যাশিশুদের ওপর নির্যাতন বাড়ছে বলে প্রতিবেদনে জানানো হয়। 

কন্যাশিশুর ওপর নির্যাতন বন্ধে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার সকল ঘটনার দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা, যৌন হয়রানি ও নিপীড়ন রোধে 'যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন' প্রণয়ন, ধর্ষণের সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের ক্ষেত্রে প্রচলিত আইন সংশোধন,সব ধরনের পর্ণোসাইট বন্ধ ও কঠোর আইন প্রয়োগ, নির্যাতনকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করার সুপারিশ জানান বক্তারা। 

এ ছাড়া সুপারিশে শিশু সুরক্ষায় শিশুদের জন্য পৃথক অধিদপ্তর গঠন, বাল্যবিবাহ বন্ধ করা ও সংকটাপন্ন পরিবারগুলোকে সোশ্যাল সেফটিনেস আওতায় নিয়ে আসা, কন্যাশিশু ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে সকল সচেতন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত