ঘর হারানোর ভয়ে জীবনের ক্ষয়
২০১৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল সাজনা বেগমের। নতুন সংসারে যেখানে আনন্দধারা বয়ে যাওয়ার কথা, সেখানে শুরুতেই ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাঁকে। বিয়ের পরপরই নেমে আসে স্বামীর অমানুষিক নির্যাতন। তবু সব সহ্য করে সংসার চালিয়ে যান সুনামগঞ্জের এই নারী। একে একে তিন সন্তানের মা হন।