Ajker Patrika

মসজিদে ‘হই-হুল্লোড়’ করায় ৪ শিশুকে নির্যাতন, থানায় অভিযোগ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
মসজিদে ‘হই-হুল্লোড়’ করায় ৪ শিশুকে নির্যাতন, থানায় অভিযোগ

নীলফামারীর ডোমার উপজেলার একটি মসজিদের ভেতরে চার শিশুকে নির্যাতনের অভিযোগে বুধবার দুপুরে থানায় অভিযোগ করেছেন অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার রাতে ডোমার পৌরসভার বড় রাউতা এলাকায় একটি মসজিদে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুরা হলো—উপজেলার বড় রাউতা মডেল স্কুলপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নুর মোহাম্মদ জিয়ন (১২), ইলিয়াছ সরকারের দুই ছেলে আম্মান ইসলাম লাম (১২) ও তালহা ইসলাম আবির (৯) এবং রওশনারা বেগমের ছেলে রঞ্জুন ইসলাম লাইম (১২)।

এ ঘটনায় অভিযুক্ত হলেন—ওই এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে মশিয়ার রহমান (৬০)।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শবে বরাতের নামাজ আদায়ের জন্য নুর মোহাম্মদ জিয়ন, আম্মান ইসলাম লাম, তালহা ইসলাম আবির এবং রঞ্জুন ইসলাম লাইম (১২) বড় রাউতা ওয়াকতিয়া মসজিদে যায়। এশা ফরজ নামাজের সময় মসজিদে আসা অন্যান্য শিশুরা হাসাহাসি ও মারামারি করতে থাকে। নামাজ শেষে মশিয়ার রহমান ক্ষিপ্ত হয়ে ওই চার শিশুকে চড়থাপ্পড় মারা শুরু করে। উপস্থিত অন্যান্য মুসল্লিরা ওই চার শিশুকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। তারা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায়।

এ বিষয়ে ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদ বীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট বাচ্চারা তো দুষ্টামি করবেই। তাদের বোঝাতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেন নিয়মিত মসজিদে আসে। ৭ বছর হলেই বাচ্চাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দিতে হবে। ১০ বছর হলে নামাজ না পড়লে শাসন করতে হবে।’

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত