Ajker Patrika

ইমরানের সমাবেশে পুলিশের ধরপাকড়, নিহত ১ 

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৪: ৪৯
ইমরানের সমাবেশে পুলিশের ধরপাকড়, নিহত ১ 

পাকিস্তানের লাহোরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে পুলিশি অভিযানে এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশ চলাকালে ব্যাপক ধরপাকড় চালায় পাঞ্জাব পুলিশ। নিহত পিটিআই কর্মীর নাম আলি বিলাল। পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় বিলালের।

দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা করায় বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন পিটিআই কর্মীরা। বুধবার প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাহোরে সমাবেশ করে পিটিআই। এর আগে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। লাহোরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তবে তা অমান্য করেই সমাবেশে অংশ নেন হাজার হাজার পিটিআই নেতা-কর্মী।

পিটিআই বলছে, বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ হলেও অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে পুলিশ ও পিটিআই কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এদিন পুলিশের অভিযানে অনেকেই আহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশ চলাকালে ব্যাপক ধরপাকড় চালায় পাঞ্জাব পুলিশপিটিআই নেতা-কর্মীদের একটাই কথা, ইমরান খানকে কোনোভাবেই গ্রেপ্তার করতে দেওয়া হবে না। তাঁকে গ্রেপ্তার করতে হলে আগে নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে হবে।

এদিকে আলি বিলাল নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খান। এক টুইটে তিনি বলেন, ‘বিলাল পিটিআইয়ের নিরস্ত্র, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। পাঞ্জাব পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। সমাবেশে যোগ দিতে আসা নিরস্ত্র পিটিআই কর্মীদের ওপর পুলিশের এই বর্বরতা অন্তত লজ্জাজনক।’ 

উল্লেখ্য, তোষাখানা মামলায় গ্রেপ্তার হতে পারেন ইমরান খান। গত রোববারই লাহোরে এমন গুঞ্জন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হয়েছিল পুলিশকে। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ, ১৩ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। তবে ওই দিন সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে আদালতের সামনে হাজির হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত