বন্দিশিবির থেকে নোবেলের মঞ্চে
আইএসের অসংখ্য চেকপয়েন্ট ফাঁকি দিয়ে বন্দশিবির থেকে পালাচ্ছেন ২১ বছরের এক তরুণী। রাত গভীর। পথে পথে আইএসের অস্ত্রধারী সেনা। সেসবের চোখ ফাঁকি দিয়ে অপরিচিত এক বাড়ির দরজায় ভয়ে ভয়ে কড়া নাড়লেন। দরজার ওপাশে কে দাঁড়িয়ে কিংবা দরজা খুলে গেলে কী হবে, নির্যাতন আর অনিশ্চয়তায় সঁপে দেওয়া জীবনের ভার টেনে নিয়ে যাওয়া ত