Ajker Patrika

প্রসূতি সেবা তথ্য সংরক্ষণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রসূতি সেবা তথ্য সংরক্ষণের সুপারিশ

সম্প্রতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে উচ্চ আদালেতের রায় বাস্তবায়নে করণীয়’ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব মানবাধিকার দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ সভার আয়োজন করে। সভায় বক্তারা প্রসূতি সেবা-সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণের সুপারিশ করেন।

গত ১২ অক্টোবর ব্লাস্টের দায়ের করা জনস্বার্থবিষয়ক মামলার (রিট মামলা নং ৭১১৭/ ২০১৯) চূড়ান্ত শুনানি শেষ হয়।

ব্লাস্টের উপদেষ্টা অ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় সভার প্রেক্ষাপট তুলে ধরেন সংস্থার পরিচালক মাহবুবা আক্তার। মুক্ত আলোচনায় বক্তারা আদালতের নির্দেশনার ভাষাকে সাধারণ জনগণের জন্য সহজীকরণ করা, সিজারিয়ান সেকশন করানোর ক্ষেত্রে মিডওয়াইফের দক্ষতার মূল্যায়ন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

আইসিডিডিআরবির বিজ্ঞানী আহমেদ এহসানুর রহমান বলেন, দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের সম্মতি ছাড়া যাতে সিজারিয়ান অপারেশন না করা হয়, এই নীতি গ্রহণ করা প্রয়োজন।

আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, সিজারিয়ান সমস্যার উৎপত্তি খুবই জটিল। এটিকে শুধু মেডিকেল সমস্যা বলা যায় না। আরও অনেক কারণ এর সঙ্গে জড়িত। আইন প্রয়োগের মাধ্যমে আদালতের নির্দেশনাটি সাধারণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত