নিখোঁজ ২ মাদ্রাসাছাত্রী উদ্ধারের কৃতিত্ব নিয়ে র্যাব-পুলিশ মুখোমুখি
সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের কৃতিত্ব নিয়ে র্যাব-পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেরা উদ্ধার করেছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে পুলিশ বলছে, তারাই ওই দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে।