Ajker Patrika

বিদ্যালয়ের অনুষ্ঠান থেকে ৯ মাসের শিশু চুরি, ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩১
বিদ্যালয়ের অনুষ্ঠান থেকে ৯ মাসের শিশু চুরি, ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

লক্ষ্মীপুরের কমলনগরে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাসের এক শিশু চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জের অগ্রণী স্কুলে এক অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘শিশু চুরি হওয়ার ঘটনায় থানায় শিশুটির মা গতকাল রাতে জিডি করেছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি কী কারণে শিশু চুরি হয়েছে তা তদন্ত করা হচ্ছে।’ 

শিশু মালিহা ইসলাম ওহি জেলার সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি এলাকার আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তাঁর বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী। 

পুলিশ ও শিশুর পরিবার জানায়, তোরাবগঞ্জের অগ্রণী স্কুলে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। এতে সাবিহা ও মালিহাকে নিয়ে মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় মালিহাকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখেন। পরে অপরিচিত এক নারী মালিহাকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা গেছে, লাল স্কার্ফ ও কালো বোরকা পরা এক নারী শিশু মালিহাকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে ওই নারীকে কেউ চিনতে পারেননি। 

মালিহার মা মরিয়ম বেগম জানান, মালিহা চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হয়েছে। এখনো কোনো সন্ধান পাননি তিনি। সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত