মালয়েশিয়ায় ১৭ মাস ধরে নিখোঁজ হাচিবুর, শোকে পাগলপ্রায় বাবা-মা
ছয় মাস আগে মালয়েশিয়াপ্রবাসী ইব্রাহিম মিয়া নামের এক ব্যক্তি হাচিবুরের বাবা-মাকে ফোন করে বলেন, তাঁদের সন্তান মালয়েশিয়ার জেলে আছেন। তাঁকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন। এরপর ইব্রাহিম মিয়া ও মালয়েশিয়ার আরেক প্রবাসী ওলিউল্লা মৃধা নামের দুই ব্যক্তি মিলে হাচিবুরকে ছাড়ানোর কথা বলে টাকা নেওয়া শুরু করেন। সন্তানকে