কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বড় মেয়েকে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টের জন্য সাজাতে গেলে এক গৃহবধূর ৯ মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক উল্যাহ বলেন, তাঁর প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) ‘যেমন খুশি তেমন সাজ’র জন্য প্রস্তুত করছিলেন তার মা মরিয়ম বেগম। এ সময় তিনি তাঁর ৯ মাসের বাচ্চাকে আরেক নারীর কোলে দেন।
বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, শিশুর মা প্রথমে যাঁর কোলে দিয়েছিলেন তাঁর কাছ থেকে বোরকা পরা নারী শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় দর্শনার্থীদের ভিড়ের সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে সটকে পড়েন।
অপহৃত শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘এক মানিককে সাজাতে গিয়ে আরেক মানিককে হারিয়েছি। আমি আমার কোলের মানিককে ফিরে পেতে চাই।’
লক্ষ্মীপুরের কমলনগরের একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে সাজতে গিয়ে শিশুকন্যা মালিহা ইসলাম ওহি (৯ মাস) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) সাজানোর সময় শিশু চুরির ঘটনাটি ঘটে।
চুরি যাওয়া শিশুটি কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরের কমলনগরের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বড় মেয়েকে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টের জন্য সাজাতে গেলে এক গৃহবধূর ৯ মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক উল্যাহ বলেন, তাঁর প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) ‘যেমন খুশি তেমন সাজ’র জন্য প্রস্তুত করছিলেন তার মা মরিয়ম বেগম। এ সময় তিনি তাঁর ৯ মাসের বাচ্চাকে আরেক নারীর কোলে দেন।
বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, শিশুর মা প্রথমে যাঁর কোলে দিয়েছিলেন তাঁর কাছ থেকে বোরকা পরা নারী শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় দর্শনার্থীদের ভিড়ের সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে সটকে পড়েন।
অপহৃত শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘এক মানিককে সাজাতে গিয়ে আরেক মানিককে হারিয়েছি। আমি আমার কোলের মানিককে ফিরে পেতে চাই।’
লক্ষ্মীপুরের কমলনগরের একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে সাজতে গিয়ে শিশুকন্যা মালিহা ইসলাম ওহি (৯ মাস) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) সাজানোর সময় শিশু চুরির ঘটনাটি ঘটে।
চুরি যাওয়া শিশুটি কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর বাগেরহাটের মোংলায় পশুর নদীর চরে ডুবে গেছে ৯১৪ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই কার্গো জাহাজ। আজ শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা ও পশুর নদীর ত্রিমোহনাসংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কার্গো জাহাজের কোনো কর্মচারীর ক্ষতি হয়নি বলে জানা গেছে।
৬ মিনিট আগেরাজধানীর টেকনিক্যাল মোড়ে এসবি সুপার ডিলাক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। সেই বাস চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে ‘মানিক কম্পিউটার’-এর স্বত্বাধিকারীকে দাড়ি ধরে টানাটানির ঘটনায় করা মামলায় একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।
১৪ মিনিট আগেগোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে তিনি চীন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাঁকে গোপালগঞ্জ সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে