Ajker Patrika

কমলনগরে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান থেকে ৯ মাস বয়সী শিশু চুরি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
কমলনগরে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান থেকে ৯ মাস বয়সী শিশু চুরি

লক্ষ্মীপুরের কমলনগরের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বড় মেয়েকে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টের জন্য সাজাতে গেলে এক গৃহবধূর ৯ মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক উল্যাহ বলেন, তাঁর প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) ‘যেমন খুশি তেমন সাজ’র জন্য প্রস্তুত করছিলেন তার মা মরিয়ম বেগম। এ সময় তিনি তাঁর ৯ মাসের বাচ্চাকে আরেক নারীর কোলে দেন।

বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, শিশুর মা প্রথমে যাঁর কোলে দিয়েছিলেন তাঁর কাছ থেকে বোরকা পরা নারী শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় দর্শনার্থীদের ভিড়ের সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে সটকে পড়েন।

অপহৃত শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘এক মানিককে সাজাতে গিয়ে আরেক মানিককে হারিয়েছি। আমি আমার কোলের মানিককে ফিরে পেতে চাই।’

লক্ষ্মীপুরের কমলনগরের একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে সাজতে গিয়ে শিশুকন্যা মালিহা ইসলাম ওহি (৯ মাস) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) সাজানোর সময় শিশু চুরির ঘটনাটি ঘটে।

চুরি যাওয়া শিশুটি কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত