উন্নয়নের গল্প বলবেন তানিয়া-নাদিয়া
তানিয়া আহমেদ ও নাদিয়া আহমেদ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘প্রতীক্ষা’। রচনা মাসুম শাহরিয়ার, প্রযোজনা বিটিভি। রাজধানীর উত্তরা, বিটিভিসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। ৯ পর্বের এই নাটক সেপ্টেম্বরে বিটিভিতে প্রচারে আসবে বলে জানালেন নাদিয়া।