Ajker Patrika

উন্নয়নের গল্প বলবেন তানিয়া-নাদিয়া

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৯: ০০
উন্নয়নের গল্প বলবেন তানিয়া-নাদিয়া

তানিয়া আহমেদ ও নাদিয়া আহমেদ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘প্রতীক্ষা’। রচনা মাসুম শাহরিয়ার, প্রযোজনা বিটিভি। রাজধানীর উত্তরা, বিটিভিসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। ৯ পর্বের এই নাটক সেপ্টেম্বরে বিটিভিতে প্রচারে আসবে বলে জানালেন নাদিয়া।

সমাজ সচেতনতামূলক গল্পের নাটক এটি। নাটকে তানিয়া আহমেদ অভিনয় করছেন শাহানা চরিত্রে। তানিয়া বলেন, এই নাটকের গল্পের মধ্য দিয় বাল্যবিবাহ রোধ, শিশুদের জন্য বিনা বেতনে পড়াশোনা, শিশুশ্রম রোধসহ সরকারের নানা উন্নয়নের গল্প উঠে আসবে। নাদিয়া অভিনয় করেছেন অদিতি চরিত্রে। স্বাধীনচেতা, বুদ্ধিমান ও স্বাবলম্বী এক মেয়ে অদিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত