টিভি নাটকে এ সময়ের সম্ভাবনাময় মুখ মাখনুন সুলতানা মাহিমা। মাবরুর রশীদ বান্নাহর ‘কল্পতরুর গল্প’ নাটকে প্রথম দেখা যায় তাঁকে। এরপর একই নির্মাতার বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পান। গত দুই বছরে বেশ কিছু প্রশংসিত নাটক উপহার দিয়েছেন মাহিমা। এবার তিনি যুক্ত হলেন ইমরাউল রাফাতের পরিচালনায় ‘তনয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
‘তনয়া’ মূলত সমাজবাস্তবতার সঙ্গে একটি মেয়ের সংগ্রামের গল্প। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন মাহিমা। তিনি বলেন, ‘গল্প শুনেই খুব অবাক হয়েছিলাম, এটা একটা সত্যি ঘটনা! একটা মেয়ের জীবনে এ রকম অঘটন ঘটে গেছে! বর্তমানে কোনো ঘটনা ঘটলে আমরা সহজেই জাজ করে ফেলি। কিন্তু সেই ঘটনার পেছনের সত্যটা আমরা কেউ যাচাই করতে যাই না। এ পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে কঠিন চরিত্র হচ্ছে তনয়া।’
এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, স্কুল, ক্লাস আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকা তনয়ার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল। তারপর একদিন স্কুল ছুটির পর বাসার পরিবর্তে সে নিজেকে আবিষ্কার করে হোটেলের রুমে। সেখান থেকে থানা হয়ে নিজের বাড়িতে। বাড়িতে ফিরলেও সেই বাবা-মায়ের কাছে আর ফেরা হয় না, যারা এতদিন আদরে-ভালোবাসায় আগলে রেখেছিল তাকে। এভাবে তনয়ার গন্তব্য পাল্টাতে থাকে। পাল্টে যায় সমাজবাস্তবতা।
নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘তনয়ার গল্পটা একটা আড্ডায় শোনা। তখনই এটি নিয়ে কাজ করার পরিকল্পনা করি। সত্য ঘটনার গল্পের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা সব সময় ভালো। কারণ, জীবনঘনিষ্ঠ অনেক কিছু পাওয়া যায়। বাবু ভাই, মাহিমাসহ যাঁরা অভিনয়ে ছিলেন, সবাই খুব ভালো কাজ করেছেন। তনয়ার যে জীবনসংগ্রাম, সেটি দর্শককে ভাবনার খোরাক জোগাবে।’
আজ বৃহস্পতিবার রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ হবে ‘তনয়া’। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন ও এস এস জায়ান।
টিভি নাটকে এ সময়ের সম্ভাবনাময় মুখ মাখনুন সুলতানা মাহিমা। মাবরুর রশীদ বান্নাহর ‘কল্পতরুর গল্প’ নাটকে প্রথম দেখা যায় তাঁকে। এরপর একই নির্মাতার বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পান। গত দুই বছরে বেশ কিছু প্রশংসিত নাটক উপহার দিয়েছেন মাহিমা। এবার তিনি যুক্ত হলেন ইমরাউল রাফাতের পরিচালনায় ‘তনয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
‘তনয়া’ মূলত সমাজবাস্তবতার সঙ্গে একটি মেয়ের সংগ্রামের গল্প। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন মাহিমা। তিনি বলেন, ‘গল্প শুনেই খুব অবাক হয়েছিলাম, এটা একটা সত্যি ঘটনা! একটা মেয়ের জীবনে এ রকম অঘটন ঘটে গেছে! বর্তমানে কোনো ঘটনা ঘটলে আমরা সহজেই জাজ করে ফেলি। কিন্তু সেই ঘটনার পেছনের সত্যটা আমরা কেউ যাচাই করতে যাই না। এ পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে কঠিন চরিত্র হচ্ছে তনয়া।’
এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, স্কুল, ক্লাস আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকা তনয়ার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল। তারপর একদিন স্কুল ছুটির পর বাসার পরিবর্তে সে নিজেকে আবিষ্কার করে হোটেলের রুমে। সেখান থেকে থানা হয়ে নিজের বাড়িতে। বাড়িতে ফিরলেও সেই বাবা-মায়ের কাছে আর ফেরা হয় না, যারা এতদিন আদরে-ভালোবাসায় আগলে রেখেছিল তাকে। এভাবে তনয়ার গন্তব্য পাল্টাতে থাকে। পাল্টে যায় সমাজবাস্তবতা।
নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘তনয়ার গল্পটা একটা আড্ডায় শোনা। তখনই এটি নিয়ে কাজ করার পরিকল্পনা করি। সত্য ঘটনার গল্পের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা সব সময় ভালো। কারণ, জীবনঘনিষ্ঠ অনেক কিছু পাওয়া যায়। বাবু ভাই, মাহিমাসহ যাঁরা অভিনয়ে ছিলেন, সবাই খুব ভালো কাজ করেছেন। তনয়ার যে জীবনসংগ্রাম, সেটি দর্শককে ভাবনার খোরাক জোগাবে।’
আজ বৃহস্পতিবার রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ হবে ‘তনয়া’। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন ও এস এস জায়ান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫