Ajker Patrika

মাহতিমের গানে মডেল দিতিপ্রিয়া

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৮: ৩৯
মাহতিমের গানে মডেল দিতিপ্রিয়া

বাংলাদেশের সংগীতশিল্পী মাহতিম সাকিব কলকাতায় এখন বেশ জনপ্রিয়। গত বছর কলকাতার ‘প্রেম টেম’ সিনেমায় ‘তাকে অল্প কাছে ডাকছি’ গানটি গেয়ে বেশ প্রশংসিত হন মাহতিম। এরপর ‘কুলের আচার’ নামের আরেকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। দুটি গানই প্রকাশ হয়েছে কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ থেকে।

 মাহতিম সাকিবএই প্রতিষ্ঠানের ব্যানারেই নতুন গান গাইলেন মাহতিম। গানটির নাম ‘দেখেছি রূপসাগরে’। নবনী দাস বাউলের বিখ্যাত এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন অরিন্দম। আর এ গানের মাধ্যমে প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে হাজির হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে অভিনয়ের কারণে এ দেশেও বেশ জনপ্রিয় তিনি। দিতিপ্রিয়ার সঙ্গে টিভি সিরিয়ালের অভিনেতা দিব্যজ্যোতি দত্তকেও এ গানে দেখা যাবে মডেল হিসেবে। মাহতিম সাকিব জানিয়েছেন, এসভিএফের ব্যানারে শিগগিরই প্রকাশ পাবে গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত