Ajker Patrika

ইউক্রেনে মিসাইলের নামে নবজাতকদের নাম

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০: ৩৯
ইউক্রেনে মিসাইলের নামে নবজাতকদের নাম

ইউক্রেনে মিসাইলের নামের সঙ্গে মিলিয়ে রাখা হলো দুই নবজাতকের নাম। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নবজাতক ছেলেশিশুর নাম রাখা হয়েছে ইয়ান জ্যাভলিন এবং কন্যাশিশুর নাম রাখা হয়েছে জ্যাভলিনা। আর এদের নাম রাখা হয়েছে ব্রিটিশ মিসাইল জ্যাভলিনের নামের সঙ্গে মিলিয়ে। 

ইউক্রেনের সাবেক ফার্স্ট লেডি কাতেরিনা ইউশচেঙ্কো জানান, ভিন্নিতসিয়া শহরে ওই শিশুদের জন্ম হয়। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে পশ্চিমারা অস্ত্র দিয়ে সহায়তা করায় কৃতজ্ঞতাস্বরূপ এই নাম রাখা হয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। অভিযান শুরুর আগেই দেশটিতে রুশপন্থী বিদ্রোহী-নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। সেই সঙ্গে ইউক্রেনকে অস্ত্র দিয়েও সহায়তা করছে পশ্চিমা দেশগুলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত