কোনো সমঝোতা হয়নি, আসন ছাড়ার বিষয়ে আ.লীগই জানে: চুন্নু
আমরা কোনো জোট বা মহাজোটে নেই। জাতীয় পার্টির মার্কা লাঙ্গল, সেই মার্কা নিয়ে আমরা আমাদের নির্বাচন করছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সমঝোতা হয়নি। আমরা আমাদের মার্কা নিয়ে নির্বাচন করছি, আসন কেন আওয়ামী লীগ ছাড়ছে, তা তাদেরই জিজ্ঞেস করা ভালো...