টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-২ (টঙ্গী-গাজীপুর সদর, জয়দেবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘গাজীপুরে কিছু মানুষ সব সময়ই ষড়যন্ত্র করে। তাঁদের অবৈধ টাকা আছে। নির্বাচন এলেই টাকা ছড়িয়ে বিজয়ী হতে চায়। তাঁদের বলতে চাই, অবৈধ টাকা ছড়িয়ে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। গাজীপুর ২ আসনের ভোটাররা যাচাই-বাছাই করেই ভোট দেবেন।’
আজ শনিবার বিকেলে টঙ্গীর এরশাদ নগর বস্তি এলাকায় গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী রাসেল আরও বলেন, গাজীপুরের মানুষ বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবে।
এদিকে, নির্বাচনে কর্মী ও সমর্থকদের প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠেছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোস্টার ঝোলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে।
এর আগে, আজ শনিবার সকাল থেকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিভিন্ন স্থানে প্রতিমন্ত্রী রাসেল দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।
উল্লেখ্য, গাজীপুর–২ আসন (টঙ্গী-গাজীপুর সদর, জয়দেবপুর) মনোনীত প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের (নৌকা) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক (ঈগল) সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) মো. আলিম উদ্দিন, জাতীয় পার্টির জয়নাল আবেদিন, তরিকত ফেডারেশনের প্রার্থী (ফুলের মালা) সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার।
এ আসনে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৩৭০ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৩৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার রয়েছেন।
গাজীপুর-২ (টঙ্গী-গাজীপুর সদর, জয়দেবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘গাজীপুরে কিছু মানুষ সব সময়ই ষড়যন্ত্র করে। তাঁদের অবৈধ টাকা আছে। নির্বাচন এলেই টাকা ছড়িয়ে বিজয়ী হতে চায়। তাঁদের বলতে চাই, অবৈধ টাকা ছড়িয়ে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। গাজীপুর ২ আসনের ভোটাররা যাচাই-বাছাই করেই ভোট দেবেন।’
আজ শনিবার বিকেলে টঙ্গীর এরশাদ নগর বস্তি এলাকায় গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী রাসেল আরও বলেন, গাজীপুরের মানুষ বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবে।
এদিকে, নির্বাচনে কর্মী ও সমর্থকদের প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা সরগরম হয়ে উঠেছে। নৌকা প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোস্টার ঝোলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে।
এর আগে, আজ শনিবার সকাল থেকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিভিন্ন স্থানে প্রতিমন্ত্রী রাসেল দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।
উল্লেখ্য, গাজীপুর–২ আসন (টঙ্গী-গাজীপুর সদর, জয়দেবপুর) মনোনীত প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের (নৌকা) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক (ঈগল) সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) মো. আলিম উদ্দিন, জাতীয় পার্টির জয়নাল আবেদিন, তরিকত ফেডারেশনের প্রার্থী (ফুলের মালা) সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার।
এ আসনে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৩৭০ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৩৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার রয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
৩ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
৬ ঘণ্টা আগে