Ajker Patrika

বৈরিতা ভুলে নৌকার প্রচারণা মঞ্চে কামরুল-শাহীন 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বৈরিতা ভুলে নৌকার প্রচারণা মঞ্চে কামরুল-শাহীন 

দীর্ঘদিনের অভ্যন্তরীন দ্বন্দ্ব ও বৈরিতা ভুলে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ একই মঞ্চে মিলিত হয়েছেন। নিজেদের দ্বন্দ্ব মিটিয়ে আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নৌকার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন উপজেলার জনপ্রিয় এই দুই নেতা। 

একই মঞ্চে উপবিষ্ট হয়ে নিজেদের দ্বন্দ্ব নিরসনের কথা জানিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণাও দেন তারা। দুই নেতার দ্বন্দ্বের কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন দুই ভাগে বিভক্ত। অবশেষে দুই নেতার বৈরিতা দূর হওয়ায় নেতা-কর্মীদের মাঝেও স্বস্তি নেমে এসেছে। 

স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পান কামরুল ইসলাম। তিনি টানা তিন বার এমপি নির্বাচিত হন। নির্বাচনের পরে দুই নেতার মাঝে বিরোধ প্রকাশ্যে আসে, দুই মেরুতে অবস্থান নেন তারা। নেতা-কর্মীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। 

গত নির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। কিন্তু শেষমেশ এবারও নৌকার মনোনয়ন পান কামরুল ইসলাম। নৌকার মনোনয়ন না পেয়ে শাহীন আহমেদ ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি। 

দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে মিলিত হওয়ার বিষয়ে শাহীন আহমেদ বলেন, ‘আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে দলের জন্য রক্ত ঝরিয়েছি। সুতরাং আওয়ামী লীগের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না। তা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে নৌকার পক্ষে কাজ করতে বলেছেন। তার কথাই শিরোধার্য। আমার কর্মী সমর্থক সবাইকে ঢাকা-২ আসনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই।’ 

একই মঞ্চে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ বড় একটি গণতান্ত্রিক দল। এখানে গ্রুপিং আছে, প্রতিযোগিতা আছে। কিন্তু দিন শেষে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমাদের সবার নেতা মাননীয় প্রধানমন্ত্রী। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদও নৌকার লোক। আমরা এক হয়ে নৌকার জন্য কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত